The pension of some bank employees may increase: প্রাক্তন ব্যাংক কর্মীদের জন্য আনা হলো নতুন নিয়ম। এই নিয়মের আওতায় বাড়তে পারে তাদের পেনশনের (Pension) পরিমাণ। একজন অবসরপ্রাপ্ত কর্মীর কাছে ভবিষ্যতের আর্থিক সুরক্ষা বলতে তার পেনশন। যখন সেই পেনশনের পরিমাণ বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে তা আনন্দ বয়ে নিয়ে আসে মানুষের জীবনে। তবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী এবং অফিসাররা যারা ২০০২ সালের আগে অবসর গ্রহণ করেছেন তাদের পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন আইবিএ। পুরনো নিয়মের আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। আসুন বিস্তারিতভাবে জেনে নিই কি কি বাড়তি পাওনা হতে চলেছে প্রাক্তন ব্যাংক কর্মীদের।
এতদিন পর্যন্ত কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হলেও তা পুরোপুরি পেনশনের (Pension) সাথে তারা পেতেন না। একটা অংশ তাদের কম দেওয়া হতো। কিন্তু এবার থেকে সেটা আর হবে না পুরোটাই তারা পেনশনের সাথে পেয়ে যাবেন। সুতরাং পেনশন হিসেবে বেশ মোটা অংকের টাকায় ঢুকতে চলেছে তাদের অ্যাকাউন্টে। কিন্তু ২০০২ সালের পরে যারা অবসর গ্রহণ করেছিলেন সেইসব প্রাক্তন ব্যাংক কর্মীরা প্রথম থেকেই পুরো মহার্ঘভাতা পেয়ে আসছেন।
এই বিষয় নিয়ে কি বলেছেন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর? গত জুন মাসে এআইবিইএ এর সঙ্গে আইবিএ-র যে চুক্তি সই হয়েছিল, তারই সুফল হিসাবে মহার্ঘ ভাতার পুরোটা পেনশনের সঙ্গে (Pension) পাওয়া যাচ্ছে। চলতি বছরের অক্টোবর থেকে নতুন ব্যবস্থা কার্যকর করবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। কিন্তু কোন বকেয়া ডিএ পাওয়া যাবে না। এটি কার্যকর হওয়ার ফলে সারা দেশে প্রায় ১.৮০ লক্ষ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী-আধিকারিক উপকৃত হবেন।
অমল ঘোষ যিনি কিনা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের নেতা এবং ব্যাঙ্ক অব বরোদা রিটায়ার্ড এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, তিনি বলেন যে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন কর্মী এবং অফিসাররা তাদের এই মহার্ঘ ভাতার অংশ থেকে বঞ্চিত হচ্ছিল এতদিন ধরে। দীর্ঘ ২০ বছর ধরে লড়াই চলেছে। যে নতুন ধরনের ব্যবস্থা চালু হল তা সত্যি এ লড়াইয়ের সাফল্য।
চলতি বছরে আইবিএ যে নির্দেশ জারি করেছে সেটা অনুযায়ী, নতুন ব্যবস্থার সুবিধা পাবে ২০০২ সালের আগে অবসর গ্রহণ করা কর্মীরা । অবসপ্রাপ্ত কর্মী এবং আধিকারিকদের পারিবারিক পেনশনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। বর্তমানে তারা পেনশনের (Pension) টাকার সাথে পাবে বাড়তি ডিএ।