Arrested TMC leaders: অনুব্রত থেকে জ্যোতিপ্রিয়! তৃণমূলের কোন কোন নেতাকে খেতে হচ্ছে এখন জেলের ভাত! রইল তালিকা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

List of arrested TMC leaders who are currently in jail: রাজ্যের শাসকদলের তুরুপের তাস একের পর এক ঢুকছে শ্রীঘরে(Arrested TMC leaders)। এক বছরের মধ্যে দুইজন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ রেশন দুর্নীতির, আবার অন্যজনের বিরুদ্ধে গরু পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। চটজলদি দেরি না করে দেখে নিন তালিকা।

Advertisements

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ২০২২ সালের ২৩ শে জুলাই। তিনি গ্রেফতার হন নিয়োগ দুর্নীতি মামলার জন্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হন পার্থ(Arrested TMC leaders)। এই ঘটনার আগে সারারাত তাঁর বেহালার বাড়িতে অভিযান চালায় তদন্তকারী সংস্থা। এরপর তালিকায় আছে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় ২০২২ সালের ১১ই অক্টোবর। তিনি জড়িত ছিলেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে। তিনি ছিলেন নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। সমস্ত কিছু জেনেশুনে মানিক ভট্টাচার্য তাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক। নিয়োগকাণ্ডে দ্বিতীয় গ্রেফতারি ছিল মানিক।

Advertisements

অবশেষে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন(Arrested TMC leaders) তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। বিগত বছরের ১১ই আগস্ট অনুব্রতর বোলপুর এর বাড়ি থেকেই সিবিআই গ্রেফতার করে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে। রাখি পূর্ণিমার দিন ঠাকুরঘর থেকেই গ্রেফতার করা হয়েছিল কেষ্টকে। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন বহু তৃনমূল নেতা তার মধ্যে উল্লেখযোগ্য কুন্তল ঘোষ। হুগলির তৃণমূল যুবনেতা ছিলেন কুন্তল। ২১ জানুয়ারি ২০২৩ সালে ইডির হাতে গ্রেফতার হন তিনি। বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কুন্তলের নাম। হুগলির তৃণমূল যুবনেতা ছিলেন কুন্তল।

Advertisements

ফের ইডির হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালের ১১ মার্চ ইডির হাতেই গ্রেফতার হন তিনি। শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। এছাড়াও কুন্তলের মতোই হুগলির তৃণমূল যুবনেতাও। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, নানা নথি উদ্ধার করেছিল তদন্তকারীরা। এরপর সিবিআইয়ের হাতে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার হন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার। টানা ৬৫ ঘণ্টার তল্লাশি শেষে গ্রেফতার হন তৃণমূলের এই বিধায়ক।

চলতি বছরের সবথেকে হট নিউজ হল রেশন বন্টন মামলায় গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে ২৭ অক্টোবর ২০২৩ সালে গ্রেফতার করা হয়। রাতভর এই বিধায়কের বাড়িতে ইডির অভিযানের পর গভীর রাত সেখান থেকেই তাকে সোজা তুলে নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে। ২০২০ সালে প্রথম রেশন দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২০ থেকে ২২-এর মধ্যে নদিয়া জেলাতেই তিনটি মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Arrested TMC leaders)।

Advertisements