Rishabh Pant is returning to the Indian team again: বিশ্বকাপে ভারতীয় দলের অশ্বমেধের ঘোড়া ছুটছে। গ্রুপ লীগের সবকটি ম্যাচ জিতে নয়ে নয় করে সেমিফাইনালে উঠেছে ভারত। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ডের সঙ্গে। ভারতীয় সমর্থকদের কেউ কেউ তো আবার ম্যাচটিকে গতবারের বদলা হিসাবে দেখতে শুরু করেছেন। কারণ গতবারের বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় হয়েছিল ভারতের। তবে এবছর ভারত যেরকম ফর্মে রয়েছে, তাতে সেমিফাইনাল তো ছাড়, ফাইনাল জিতে ট্রফি উচিয়ে ধরতে না পারলেই তা বরং অঘটন বলে মনে হবে। বিশ্বকাপের এই জমজমাট আবহে ভারতীয় দল আরো একটি সুখবর পেয়েছে। আর সেই সুখবর এর নাম হলো ঋষভ পন্থ (Rishabh Pant)।
গতবছর ডিসেম্বর মাসে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হন ঋষভ (Rishabh Pant)। তারপর থেকেই সমস্ত রকম প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। ওয়ার্ল্ড কাপের পাশাপাশি মিস করেছেন এশিয়া কাপ ও আইপিএল। প্রায় এক বছর ধরে বেঙ্গালুরুর এনসিএতে তার রিহ্যাব প্রক্রিয়া চলছিল। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মাঝেই তার সেরে ওঠার প্রক্রিয়া জানা যাচ্ছিল। শেষ অব্দি বিশ্বকাপের আগ মুহূর্তে জনপ্রিয় এক বেটিং অ্যাপের বিজ্ঞাপনে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ ও শুভমন গিলের সাথে তাকেও দেখা গিয়েছে। তখন থেকেই ভারতীয় ক্রিকেট ফ্যানেরা তাকে নিয়ে আশায় বুক বাধতে শুরু করেছিলেন।
এবার সেই আশা বাস্তবে পরিণত হতে চলেছে। কিছুদিন আগেই ব্যাট হাতে মাঠে নেমে পড়েছিলেন ঋষভ (Rishabh Pant)। এবার পুরোদস্তুর প্রফেশনাল সার্কিটে প্রবেশের জন্য প্রস্তুতিতে নেমে পড়েছেন। ইতিমধ্যে আগামী বছরের আইপিএলের জন্য নিজেকে তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের ৪ দিনের জন্য ক্যাম্প বসেছে কলকাতায়। সেখানেই দেখা মিলেছে তার। উক্ত ক্যাম্পের হাজির ছিলেন দিল্লি ক্যাপিটালসের দুই মহাতারকা কোচিং স্টাফ রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
বোর্ডের তরফে জানা গিয়েছে, ঋষভ পন্থকে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের জন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ঋষভকে ভারত-আফগানিস্তান সিরিজে যাতে পাওয়া যায় সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। বোর্ডের এক কর্মকর্তার ভাষ্যমতে, ঋষভের সেরে ওঠার প্রক্রিয়া খুব ভালোভাবে চলছে। সে এখন মোটামুটি ফিট। তবে এই মুহূর্তে তাকে নিয়ে কোন কিছু খোলাসা করতে চাইছে না বোর্ড। আপাতত ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে ম্যাচ ফিট হতে হবে ঋষভকে।
এক নজরে পন্থের (Rishabh Pant) চোট পাওয়া থেকে সেরে ওঠার প্রক্রিয়াঃ ২০২২, ৩০শে ডিসেম্বর গাড়ি দুর্ঘটনা – ২০২৩, জানুয়ারিতে মুম্বইতে অস্ত্রপচার – ২০২৩, ফেব্রুয়ারিতে হাঁটুতে আবারও অস্ত্রপচার – ২০২৩, মার্চে বাড়িতে ফেরেন – ২০২৩, এপ্রিলে দিল্লিতে আইপিএলের দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে স্টেডিয়ামে হাজির – ২০২৩, এপ্রিল থেকে সাপোর্ট ছাড়া হাঁটা শুরু – ২০২৩, জুনে দলের প্লেয়ারদের সঙ্গে জিম সেশন শুরু – ২০২৩, অগাস্টে স্থানীয় টুর্নামেন্টে ব্যাটিং- ২০২৩, অগাস্টেই নেটে ব্যাটিং অনুশীলন শুরু – ২০২৩, সেপ্টেম্বরে এশিয়া কাপ মিস – ২০২৩, অক্টোবরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি মিস – ২০২৩, অক্টোবরে বিশ্ব কাপ মিস – ২০২৩, নভেম্বরে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দান।