Motorcycle Mileage increase Tricks: বাইকের মাইলেজ বাড়াতে চান, ভুল করেও করা যাবে না এই ৭ কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Follow some Tricks to increase Motorcycle Mileage: যাদের মোটরসাইকেল আছে মাইলেজ বাড়ানো নিয়ে একটা চিন্তা থেকেই যায়। মাইলেজ বাড়াতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? নিয়মিত বাইক চালালে মাইলেজের ব্যাপার নিয়ে একটা সমস্যা থেকেই যায়। এমন অনেকেই আছেন যাদের মোটরসাইকেলের মাইলেজের কাঁটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কিন্তু তার মানে এটা নয় যে সেই মাইলেজ আর কখনো বাড়তে পারবে না (Motorcycle Mileage increase Tricks)। আপনাকে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়াতে পারবেন। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে বাইকের মাইলেজ বাড়াতে গিয়ে যাতে বাইকের কোনো রকম ক্ষতি না হয়।

Advertisements

বাইক চালানোর সময় যত বেশি গিয়ার পরিবর্তন করা হবে জ্বালানি খরচ ততটাই বাড়বে। কখনো ভাববেন না আপনি যদি বেশি গিয়ারে বাইক চালান তাহলে আপনি ভালো মাইলেজ পাবেন। সর্বদাই মোটরসাইকেলটি যে পরিস্থিতি বা গতির মধ্যে থাকবে সেই অনুযায়ী গিয়ারে চালানোর পরামর্শ দেওয়া হয়। একমাত্র তাহলেই ভালো মাইলেজ পাওয়া যায় (Motorcycle Mileage increase Tricks)।

Advertisements

কিছু কিছু বাইক আছে যারা খুব সহজেই বাতাস কেটে বেরিয়ে যেতে পারে। যেমন তীক্ষ্ণ এবং মসৃণ চেহারার বাইকগুলো। এই ধরনের বাইকগুলোতে ইঞ্জিনে অতিরিক্ত চাপ তৈরি হয় না, ফলে অতিরিক্ত তেল খরচও হয় না। তাই বাইকের অ্যারোডাইনামিক্স ভালো হলে মাইলেজ ভালো পাওয়া যায়। আরেকটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটি হল জ্বালানির গুণগতমান। আপনি যে পেট্রল ভরছেন তার গুণগত মান কেমন অবশ্যই তা বিচার করবেন। পেট্রলে যদি ভেজাল থাকে তাহলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। ইঞ্জিনের কার্যক্ষমতা যদি কমে যায় তাহলে মাইলেজ (Motorcycle Mileage increase Tricks) খুব তাড়াতাড়ি কমে যাবে।

Advertisements

তেল খরচ হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো বাইকের টায়ার যদি মোটা, চওড়া কিংবা ভারী হয়। যদি স্বাভাবিক, টায়ারের আকার ও ওজন বেশি হয় তার প্রভাব পড়বে বাইকের সামগ্রিক ওজনের ওপর। মাইলেজ এর ক্ষেত্রেও এর প্রভাব দেখা দেবে। অনেকেই বলেন সকাল সকাল বাইকে তেল ভরা উচিত। বেলা যতো এগোবে উত্তাপ ততোই বাড়বে এবং এর ফলে জ্বালানি সম্প্রসারণ করতে পারে। সকাল বেলা তাপমাত্রা কম থাকে তাই তখন পেট্রল ভরে নেওয়ার উপদেশ দিয়ে থাকেন অনেকে।

কোন কারণে যদি বাইকে লিক থাকে কিংবা অপরিষ্কার থাকে আপনার বিপদ দেখে আনতে পারে। কারণ এটি হলো একটি মেশিন যা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। চেইনে যদি ময়লা জমে থাকে তাহলে তা রাস্তার মাঝে সমস্যায় ফেলবে। এর ফলে আপনি কম মাইলেজ পাবেন এবং গাড়ির কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। অনেকেই বাইকে প্রচুর অ্যাক্সেসরিজ ব্যবহার করেন। সবটাই যে কাজের হয় এমনটা নয়। বাইকে অতিরিক্ত জিনিস ব্যবহারের ফলে ইঞ্জিন এর উপর চাপ সৃষ্টি হয়। এর ফলেও কিন্তু কমতে পারে আপনার বাইকের মাইলেজ(Motorcycle Mileage increase Tricks)।

Advertisements