১৫০০ টাকায় শিক্ষক নিয়োগ! স্কুলের বিজ্ঞপ্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : বর্তমান দুর্মূল্যের বাজারে একজন গৃহশিক্ষকের মাসিক সাম্মানিক ১৫০০ টাকার বেশি। তবে এরই মধ্যে বীরভূমের একটি স্কুলে এই ১৫০০ টাকাতেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

শিক্ষাব্যবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে এই নিয়েই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষক নিয়োগের বিষয়ে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাঁইথিয়ার জিউ তরঙ্গিনী হাইস্কুল নামে একটি স্কুলে। বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সেখানে বলা হয়েছে, বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে, চুক্তিভিত্তিতে মাঝে মধ্যেই বিভিন্ন স্কুলের শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু তাই বলে একজন শিক্ষকের পারিশ্রমিক কিভাবে মাসে ১৫০০ টাকা হতে পারে? ওই স্কুলে দুজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাদের মধ্যে একজনকে নিয়োগ করা হবে ভূগোল বিষয়ে এবং অন্যজনকে নিয়োগ করা হবে শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসাবে।

এই শূন্য পদে যে সকল চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে চান তাদের আগামী ২৭ জুন দুপুর ১২টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে প্রশ্ন হল এই অল্প বেতনেও কি কোন আবেদন জমা পড়বে ওই স্কুলে? কোন আবেদন জমা পড়বে না এমনটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে ভুল ভাবছেন। কারণ ইতিমধ্যেই দুজন আবেদন করেছেন বলে জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। এই দুজনের আবেদনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চাকরির হাল!

যদিও ওই স্কুলের প্রধান শিক্ষক রামচন্দ্র সাহা জানিয়েছেন, “স্কুলে শিক্ষকের অভাবের দিকে তাকিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা দুজনকে পড়ানোর জন্য আহ্বান জানিয়েছি। আমাদের স্কুলের যেটুকু সামর্থ্য সেই হিসাবে আমরা সান্মানিক দেওয়ার কথা বলেছি।”