কাঁচা বাদাম শেষ, এবার এলো মোটু পাতলু, অবিকল নকল করে ভাইরাল ভোম্বল

লাল্টু : যাদের বাড়িতে ছোট ছেলেমেয়েরা রয়েছে তারা প্রত্যেকেই কার্টুন চরিত্র মোটু পাতলুকে নিশ্চয়ই চেনেন। কারণ এই মোটু পাতলু কার্টুনটি ছোটদের কাছে খুব প্রিয়। শুধু ছোটদের কাছে বললে ভুল হবে, কারণ এই কার্টুনটি বড়রা দেখতে বসলেও চোখ ফেরাতে চান না। এবার এই মোটু পাতলুই নেমে এলো বাস্তবের মাটিতে।

বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর যেমন কাঁচা বাদাম গানের দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে উঠেছেন, ঠিক তেমনই দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুরের ভোম্বল বাউড়ি নামে এক ব্যক্তি ভাইরাল হয়েছেন অবিকল মোটু পাতলুর কন্ঠস্বর নকল করে। শুধু মোটু পাতলু নয়, এর পাশাপাশি এই কার্টুনে অন্যান্য যেসকল চরিত্র রয়েছে তাদের কণ্ঠস্বর অনায়াসে নকল করেছেন তিনি।

ভোম্বল বাউরি দুবরাজপুরের রঞ্জন বাজারের বাসিন্দা। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি পেশায় একটি মিষ্টির দোকানের কর্মচারী। আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন গুজরান তিনি। নিজের বাড়ি বলতে কিছু নেই। যা ছিল তা ভেঙে গিয়েছে। নিজের বাড়ি ভেঙে যাওয়ার পর এখন ভোম্বল বাবু তার ভাইয়ের বাড়িতে থাকেন।

মিষ্টির দোকানে কর্মরত ভোম্বল বাউড়ি সিনেমা এবং কার্টুন দেখতে ভালোবাসেন। এর পাশাপাশি তার মধ্যে নকল করার অদম্য ইচ্ছে থেকে তিনি এইভাবে মোটু পাতলু সহ বিভিন্ন কার্টুন চরিত্রের কণ্ঠস্বর নকল করে ফেলেছেন। কার্টুন চরিত্রদের কণ্ঠস্বর নকল করার পাশাপাশি ভোম্বল বাবু নানান ধরনের পাখি এবং অন্যান্য বিভিন্ন বিষয়কে অনায়াসে নকল করতে পারেন।

ভোম্বল বাবু এই ভাবে বিভিন্ন কার্টুন চরিত্রদের কণ্ঠস্বর বিশেষ করে মোটু পাতলুর মত জনপ্রিয় কার্টুন চরিত্রগুলির কণ্ঠস্বর নকল করার জন্য তিনি এলাকায় ছোট থেকে বড় সবার কাছেই খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও তার এই কণ্ঠস্বর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।