আহত হতেই সন্তান কোলে ডাক্তারখানায় চিকিৎসা করালো বাঁদর

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এই সকল ভিডিও এখন সহজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় মানুষের হাতে হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট পৌঁছে যাওয়ার কারণে। এই সকল ভিডিও শুধু আপলোড হয় এমনটা নয়, পাশাপাশি তারা রীতিমতো দর্শকদের নজর কাড়ে।

সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও আপলোড হয় এবং সহজেই দর্শকদের নজর কাড়ে সেই সকল ভিডিওগুলি নজর কাঁড়ার বেশকিছু কারণ রয়েছে। যেমন সেগুলি পশুপাখিদের মজার ভিডিও হতে পারে, কোনটি আবার খুদেদের নিয়ে মজার ভিডিও, আবার কোনোটি বিশেষ প্রতিভাবানদের নিয়ে।

সম্প্রতি সেই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা একটি বাঁদরের। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষতস্থানে মলম লাগাতে সন্তান কোলে একটি বাঁদর হাজির হয় স্বাস্থ্যকেন্দ্রে। সেই মুহূর্তের ভিডিও সেখানে উপস্থিত থাকা একজন ক্যামেরাবন্দী করেন এবং তা পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে ভাইরাল হয়।

জানা গিয়েছে, এমন ঘটনাটি ঘটেছে বিহারের সাসারামে। সেখানে রোহতাসের জেলা সদর দপ্তরে সন্তানকে পিঠে নিয়ে হাজির হয় একটি বাঁদর। সেখানে হাজির হওয়ার পর সে কাউকে কোনরকম বিরক্ত না করেই চিকিৎসককে বুঝিয়ে দেয় তার ক্ষতস্থানে চিকিৎসা করার প্রয়োজন রয়েছে। সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা আশ্চর্য হয়ে গেলেও ওই চিকিৎসক কিন্তু নিজের দায়িত্ব পালন করে ওই বাঁদরের চিকিৎসা করেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই বাঁদরটি সোজা ক্লিনিকে ঢোকার পর চিকিৎসকের সামনে থাকা টুলের ওপর গিয়ে বসে পড়ে। তারপর চিকিৎসা চলাকালীন বেশ শান্তশিষ্ট ভাবেই বসে থাকে সে। ওই বাঁদরের যে চিকিৎসক চিকিৎসা করেন তার নাম এস এম আহমেদ। তিনি নিজেকে ধন্য মনে করেছেন এইভাবে ওই বাঁদরের চিকিৎসা করার সুযোগ পেয়ে।