মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক! ফোন নম্বরের সঙ্গে KYC-র ভাবনা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট ইত্যাদি পৌঁছে গিয়েছে সেই সময় পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল আর্থিক লেনদেন সহ বিভিন্ন কাজকর্ম। তবে এসবের মধ্যেই আবার পাল্লা দিয়ে বাড়ছে অনলাইনে নানান প্রতারণার ঘটনা। অনলাইনে এই ধরনের নানান প্রতারণার ঘটনা ঠেকাতে কেন্দ্রের তরফ থেকে নতুন ভাবনা আনা হয়েছে।

সাধারণত দেখা যায় বিভিন্ন ফ্রড নম্বর থেকে গ্রাহকদের মোবাইলে ফোন করা হয় এবং নানান ধরনের প্রলভন অথবা ভয় ইত্যাদি দেখিয়ে প্রতারণার মত ঘটনা ঘটানো হয়। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিদিন দেশের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। এরকম ঘটনার উপর রাশ টানার জন্যই কেন্দ্রের তরফ থেকে এমন নতুন ভাবনা আনা হয়েছে।

নতুন ভাবনা অনুযায়ী, যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই ব্যবস্থা কাজ করবে অনেকটা truecaller এর মত। তবে তার থেকেও উন্নত। কারণ কেন্দ্রের এই নতুন নিয়ম অনুযায়ী ফোন করা ব্যক্তির নাম দেখানো হবে তার মোবাইল নম্বরের সঙ্গে থাকা কেওয়াইসির ভিত্তিতে। এক্ষেত্রে ট্রু কলারে অনেক সময় যে ভুল তথ্য আসে সেই তথ্য আসবে না কেন্দ্রের এই নতুন প্রযুক্তিতে।

নতুন এই ব্যবস্থার ফলে যে গ্রাহকের মোবাইল নম্বরে ফোন করা হবে তিনি যেমন সতর্ক হতে পারবেন ঠিক সেই রকমই আবার এমন কোন ঘটনা ঘটলে সহজেই মোবাইলের সঙ্গে থাকা আধার লিঙ্কের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে শনাক্ত করা যাবে। এই ব্যবস্থাপনা প্রতারণা ঠেকাতে অনেক বড় ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই প্রযুক্তি চালু করার জন্য প্রতিটি মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করে কেওয়াইসি করাতে হবে এমনই জানা যাচ্ছে সূত্র মারফত। এছাড়াও নতুন সিম কার্ড দেওয়ার ক্ষেত্রেও আধার লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে। পাশাপাশি মোবাইলের ইএমআই নম্বরও আলাদা ভূমিকা গ্রহণ করবে এই ধরনের পরিষেবার ক্ষেত্রে।