টেলিভিশনের পর্দায় অনুষ্ঠিত নানান রিয়েলিটি শো মানুষের জীবনে বিনোদনের এক অনন্য মাধ্যম। এই রিয়েলিটি শো গুলি থেকেই উঠে আসে একের পর এক উজ্জ্বল নক্ষত্র। যাদের নজরকারা নাচ গান দর্শকদের মনে আনন্দ জোগায়। তাই নির্দিষ্ট সেই টিভি চ্যানেল থেকে চোখ ফেরানো সম্ভব হয় না দর্শকের।
এমনই এক রিয়েলিটি শো যা দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল অতি কম সময়ে তা হল ইন্ডিয়ান আইডল। আর সেই ইন্ডিয়ান আইডল এর মঞ্চ থেকেই উঠে এসেছিল এক প্রতিভা। যার নাম ছিল অভিজিৎ সাওয়ান্ত। দর্শকদের ভীষণ পছন্দের প্রতিযোগি ছিল অভিজিৎ। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী ছিল অভিজিৎ। তার সুমধুর কণ্ঠ তাকে গোটা দেশের দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছিল।
আরও পড়ুন: Rail News: ঝড়ের গতিতে ছুটে চলে এই ট্রেন! না থেমেই ৫০০ কিমি টেনে দেয়
বেশ কিছুদিন আগে সেই সাফল্যের ২০ বছর সম্পূর্ণ করলেন সেই উজ্জ্বল নক্ষত্র অভিজিৎ। ইন্ডিয়ান আইডল শোয়ে বিজয়ী খেতাব লাভের পর তার বহু অ্যালবাম প্রকাশ পেয়েছিল। এবং স্বাভাবিকভাবেই সেগুলি জনপ্রিয়তাও পায় অতি দ্রুত সময়ে। ‘মহব্বতে লুটাউঙ্গা’, ‘লফজো কহেনা সাকু’ এর মতো বিক্রি গান এখনো দাগ কাটে শ্রোতাদের মনে। যদিও এত খ্যাতির পরেও বলিউডে নিজের নাম পাকাপাকি করতে পারেনি অভিজিৎ। জনপ্রিয় বেশ কিছু গান শ্রোতা বন্ধুদের উপকার দিলেও গড়ে তুলতে পারেননি তার নিজস্ব পরিচিতি। তবে এই সময় নানান স্টেজ শো করেন তিনি। তা বাদেও বিভিন্ন রিয়্যালিটি শোয়ে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। সম্প্রতি, সেলিব্রিটি মাস্টারশেফেও দেখা গিয়েছিল অভিজিৎকে।
ইন্ডিয়ান আইডল এর প্রথম সিজনের বিজয়ী অভিজিৎ এর সম্পত্তির পরিমাণ কত জানেন?
অভিজিতের মোট সম্পত্তির পরিমাণ কিন্তু বেশ মোটা অংকের। মিডিয়া রিপোর্ট এর তথ্য অনুযায়ী অভিজিতের মোট সম্পত্তির পরিমাণ ৮.৩ কোটি। প্রতিটি স্টেজ শোয়ের জন্য তিনি প্রায় ছয় আট লক্ষ টাকা চার্জ করেন।
এক সাক্ষাৎকারে অভিজিৎ এর তরফে জানানো হয়েছে, স্টেজ শো এবং লাইভ শো তার উপার্জনের একটা সবচেয়ে বড় অংশ। তার গান বা পূর্ববর্তী অ্যালবাম থেকে যে রয়্যালটি পান তা সাধারণত একটি ছোট অংশ। সব ধরনের লাইভ শো করেন অভিজিৎ। পারিবারিক-কর্পোরেট শো থেকে শুরু করে বড় মাপের শো করেন অভিজিৎ। অভিজিৎ জানিয়েছেন, একজন শিল্পী হিসেবে প্রত্যেকেরই কিছু করার অপার সম্ভাবনা থাকা আবশ্যক।