ফের দিন পরিবর্তন, পূর্ণ লকডাউনের নতুন সূচি প্রকাশ করলো নবান্ন

নিজস্ব প্রতিবেদন : আগস্ট মাসে কোন কোন দিন রাজ্যে পূর্ণ লকডাউন হবে তা নিয়ে বারংবার রাজ্য সরকারকে দিন পরিবর্তন করতে দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগস্টের পূর্ণ লকডাউনের দিনক্ষণ ঘোষণা করার পর এই নিয়ে তৃতীয়বার এই দিনক্ষণ পরিবর্তন করা হল রাজ্য সরকারের তরফ থেকে। সোমবার নবান্নের তরফ থেকে নতুন করে একটি নির্দেশিকা জারি করে পূর্ণ লকডাউনের নতুন সূচি প্রকাশ করে।

রাজ্যে উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে রাজ্য সরকারের তরফ থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহে দু’দিন করে লকডাউন জারি করার। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে প্রথম পূর্ণ লকডাউন হয় জুলাই মাসের ২৩ তারিখ। এরপর আরও দু’টি লকডাউন হয়েছে জুলাই মাসে। কিন্তু আগস্ট মাসে কোন কোন দিন লকডাউন হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম দফায় ঘোষণা করেন ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৯ এবং ৩০ তারিখে রাজ্যে পূর্ণ লকডাউন হবে। এরপরেই ঘন্টা দুয়েকের মধ্যেই মুখ্যমন্ত্রী নতুন করে সাংবাদিক সম্মেলনে জানান, ক্যালেন্ডারে অনেক অনুষ্ঠান রয়েছে যেগুলি সবসময় দেখা সম্ভব হয়না। তাই লকডাউনের দিনক্ষণে বদল এনে নতুন দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে। সেই ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান আগস্ট পূর্ণ লকডাউন হবে ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখে। কিন্তু সেই দিনক্ষণও টেকেনি।

পরে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে টুইট করে জানানো হয় আগস্ট মাসের ২ এবং ৯ তারিখ রাজ্যে পূর্ণ লকডাউন হবে না। এর কারণ হিসাবে উল্লেখ করা হয়, “সপ্তাহে দুই দিনের যে লকডাউন, সেই লকডাউনের তালিকা ঘোষণার পর রাজ্যের বিভিন্ন গোষ্ঠীদের থেকে তারিখ বদলের অনুরোধ এসেছে রাজ্য সরকারের কাছে। ওই তালিকায় বিশেষ কিছু সম্প্রদায়ের অনুষ্ঠান ও উৎসব রয়েছে। যে কারণে সাধারণ মানুষের ভাবাবেগের উপর নজর রেখে আগামী ২ এবং ৯ আগস্টের লকডাউন তুলে নেওয়া হচ্ছে।” অর্থাৎ এরপরে ঠিক হয় রাজ্যে পূর্ণ লকডাউন হবে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ শে আগস্ট। কিন্তু এরও পরিবর্তন ঘটল সোমবার। আর এই নিয়ে তৃতীয়বার পূর্ণ লকডাউনের সূচি পরিবর্তন করা হল।

সোমবার নতুন করে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পূর্ব ঘোষণা মত আগস্ট মাসের ৫ ও ৮ তারিখ লকডাউন হবে। কিন্তু ১৬, ১৭, ২৩, ২৪ তারিখের পরিবর্তে ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখ লকডাউন জারি করা হবে। অর্থাৎ নতুন সূচি অনুযায়ী রাজ্যে আগস্ট মাসে লকডাউন হবে ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখ।

নতুন করে লকডাউনের সূচি পরিবর্তন নিয়ে নবান্নের তরফ থেকে জানানো হয়, “অনেকগুলি উৎসব-পার্বণে দিন রয়েছে এই মাসে। যে কারণে লকডাউনের দিন ক্ষণ ঘোষণার পর বিভিন্ন মহল থেকে আবেদন আসে। এছাড়াও স্থানীয় ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় নানান ধরনের স্থানীয় আচার ও অনুষ্ঠান রয়েছে। সে কারণেই নতুন করে দিনক্ষণ পরিবর্তন করা হলো।”

তবে বারংবার এই দিনক্ষণ পরিবর্তনের ফলে রাজ্যের সাধারণ মানুষরা চরম অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ বারবার এই দিন পরিবর্তনের ফলে বিভ্রান্ত হচ্ছেন রাজ্যের মানুষরা।