আচমকা লাভপুরের ফুল্লরা মন্দিরে অনুব্রত! কেন দিলেন মায়ের পুজো

গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার, পরে তিহার জেল থেকে জামিনে মুক্তি। জামিনে মুক্ত হয়ে বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন আর সেই প্রত্যাবর্তনের পর তাকে এবং তার মেয়েকে বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা যায়। ঠিক সেই রকমই এবার অনুব্রত মণ্ডল এবং তার মেয়েকে পুজো দিতে দেখা গেল লাভপুরের ফুল্লরা মন্দিরে। এবার তাকে যখন ফুল্লরা মন্দিরে পুজো দিতে দেখা গেল তখনও কিন্তু তিনি অনেকটাই কোণঠাসা। একদিকে জেলা সভাপতি পদ হারিয়েছেন, অন্যদিকে বোলপুর থানার আইসির মা ও বউ সম্পর্কে নানান অকথ্য কথায় গালিগালাজ।

বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দির। লাভপুর ফুল্লরা মন্দিরে মঙ্গল কামনায় পূজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। নিজের মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল।

আরও পড়ুন: সিউড়ির উন্নয়ন কীভাবে হবে! এ বলে ওর দোষ, ও বলে এর দোষ, বিজেপি বলছে সবাই গোঁজা

একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নামেও লাভপুর ফুল্লরা পুজো দিলেন অনুব্রত মণ্ডল। পরিবার তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল। অপরদিকে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মণ্ডল বলেন খুবই দুঃখজনক ঘটনা! এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে। পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে।