How to apply for a Digital Ration Card online: আমাদের পরিচয় পত্র হিসেবে গণ্য যে নথীপত্র গুলি রয়েছে, তার মধ্যে অন্যতম হলো রেশন কার্ড। আমাদের দৈনন্দিন জীবনে রেশন কার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাহায্যে আমরা বিভিন্ন ভর্তুকিযুক্ত পণ্য বা সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি। তবে শুরুর দিকে যে কাগজের রেশন কার্ড ব্যবহার করা হতো তা এখন অনেক জায়গাতেই গ্রহণযোগ্য নয়। তাই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) চালু করা হয়েছে। প্রত্যেকটা নাগরিক ডিজিটাল রেশন কার্ডের সাহায্যে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। বর্তমানে এই ডিজিটাল রেশন কার্ড তৈরি করা খুবই সহজ। আবেদন করার অনলাইন পদ্ধতি রইল আজকের প্রতিবেদনে।
নতুন ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড গুলি অবশ্যই অনুসরণ করে চলতে হবে। প্রথমত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর কাছে পূর্বে ব্যবহৃত কাগজের পুরনো রেশন কার্ড থাকা বাঞ্ছনীয়। এছাড়াও, সদ্য বিবাহিতরাও এই কার্ড এর জন্য আবেদন করতে পারেন।
ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) পাবার জন্য বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি এড্রেস, পরিচয় পত্র হিসেবে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ও বয়সের প্রমাণপত্র দেখাতে হয়। একজন আবেদনকারী অফলাইন ও অনলাইন দুই ভাবেই ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর ইনপুট করে গেট ওটিপি অপশন টি ক্লিক করতে হবে।
আরও পড়ুন ? Aadhar Franchise: আধার কার্ড তৈরি ফ্রাঞ্চাইজি নিতে পারলেই প্রচুর লাভ! কিভাবে করবেন আবেদন
এরপর নিজের মোবাইলে প্রাপ্ত ওটিপি নম্বরটি ওয়েবসাইটে লিখে যাচাই করার জন্য ভ্যালিডেড অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর প্রাপ্ত আবেদন পত্রটিকে যথাযথভাবে পূর্ণ করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অফলাইনে আবেদন করার জন্যও নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। চলুন দেখেনি ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করার অফলাইন পদ্ধতিটি কি।
প্রথমে কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত ওয়েবসাইট থেকে রেশন কার্ডের আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। সাবসিডি যুক্ত ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) জন্য আলাদা ফর্ম এবং সাবসিটি মুক্ত ডিজিটাল রেশন কার্ডের জন্য আলাদা ফর্ম সেখানে দেওয়া রয়েছে। আবেদনপত্র সংগ্রহ করার পর যথাযথ তথ্যের সাহায্যে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, ফোন নম্বর ইত্যাদি একত্রিত করে সংশ্লিষ্ট রেশন অফিসে অফিসারের হাতে জমা দিতে হবে।