Krishok Bandhu Project: ব্যাঙ্কে না গিয়েও জানতে পারবেন সবকিছু, এখন হাতের মুঠোয় কৃষকবন্ধু প্রকল্প

Prosun Kanti Das

Published on:

As a result of the Krishok Bandhu Project, farmers can know everything without going to the bank: রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। প্রয়োজনীয়তা ও চাহিদা বুঝে প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা প্রকল্প। তেমনই চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প (Krishok Bandhu Project)। বেশ কয়েক বছর ধরে চলছে এই প্রকল্পের কাজ। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন বলে আশা করে রাজ্য সরকার। মূলত যে সমস্ত কৃষকদের ১ একর জমি রয়েছে, তারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন। কোন কৃষকের যদি নিজস্ব এক একর জমি থেকে থাকে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তিনি ১০০০০ টাকা পেতে পারেন।

তবে যাদের ১ একর জমি নেই তারা যে একেবারে কিছুই পাবেন না তা কিন্তু নয়। যে সমস্ত কৃষকদের ১ একরের কম জমি রয়েছে তারা ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন রাজ্য সরকারের তরফ থেকে। কৃষক বন্ধু প্রকল্পের (Krishok Bandhu Project) টাকা একবারে দেওয়া হয় না। বছরে ২ বার সমান ভাগে টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা দেওয়া হয় বছরের শুরুতে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় বছরের শেষে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৩ মাস অতিক্রান্ত। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের (Krishok Bandhu Projec) প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়ও অতিক্রান্ত। এমন অনেক কৃষক আছেন যারা ব্যাংকিং বিষয়গুলো সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। অনেকেই এমন আছেন যারা এখনো পর্যন্ত নিশ্চিত নন তাদের প্রথম কিস্তির টাকা আদৌ ঢুকেছে কিনা। খুব স্বাভাবিকভাবে এটা জানার জন্য তাদেরকে ভরসা করতে হয় ব্যাংকের উপর। কিন্তু কৃষকরা চাইলে ঘরে বসেও এই তথ্য জানা যায়। নিজের মুঠোফোনের মাধ্যমেই জেনে নেওয়া যায় কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস।

আরও পড়ুন 👉 SBI MSME Loan: লাগবে না গ্যারান্টার, ১৫ মিনিটের মধ্যেই টাকা আসবে ঝটপট! লোনের নতুন স্কিম আনল SBI

প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে জানা যায় এই তথ্য। কৃষক বন্ধু প্রকল্পের (Krishok Bandhu Project) পেমেন্ট স্ট্যাটাস জানার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করতে হয় উপভোক্তাদের। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কৃষক বন্ধু বলে একটি ক্যাটাগরি লক্ষ্য করা যায়। সেই ক্যাটাগরিটি চিহ্নিত করলে লগ ইন পেজ চলে আসে সামনে। সেখানে পূর্বে নির্ধারিত লগ ইন আইডি পাসওয়ার্ড দিলেই পেজটি খুলে যাবে। যদি আপনার এই ওয়েবসাইটে কোন অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নতুন করে ১ টি অ্যাকাউন্ট খুলে নিতে হবে আপনাকে।

লগইন করলেই দেখতে পাবেন আরো ২ টো অপশন। উপভোগকারী তালিকা এবং স্ট্যাটাস চেক। উপভোগকারী তালিকা অপশনটিতে ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনি সেই তালিকার অংশ কিনা? আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা? বা আবেদন বাতিল হয়ে গেছে কিনা? স্ট্যাটাস চেক অপশানটি থেকে জানতে পারবেন আপনার প্রাপ্য টাকা আপনাকে দেওয়া হয়েছে কিনা? যদি না হয়ে থাকে তাহলে, কবের মধ্যে সেই টাকা পাবেন? অথবা কেন দেওয়া হয়নি? সেই তথ্যও জানা যাবে এই অপশনটির মাধ্যমে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের (Krishok Bandhu Project) জন্য একটি হেল্প ডেক্স তৈরি করা হয়েছে। কোন কৃষক যদি সমস্যায় পড়েন এবং অনলাইনে তার সমাধান খুঁজে না পান তাহলে সরাসরি সেই হেল্প ডেক্সে গিয়েও যোগাযোগ করতে পারেন।