১০ এর পর ৭! ধোনির জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত নিল BCCI

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পছন্দের নম্বর ৭। শুধু পছন্দ নয়, এই নম্বরটি তার জন্য লাকি নম্বর হিসাবেই গণ্য করা হয়ে থাকে। যে কারণেই টিম ইন্ডিয়ার (Team India) হয়ে খেলা শুরু করার সময় থেকেই তিনি ৭ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন বলে জানা যায়। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ধোনির এই জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত নিল।

মহেন্দ্র সিং ধোনি শেষবার টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছিলেন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে। তারপর আর তিনি টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ময়দানে নামেননি। এরই মধ্যে আচমকা তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খেলা থেকে অবসর নেন। ধোনির আচমকা এইভাবে অবসর গ্রহণ তার ভক্তদের অবাক করে দিয়েছিল।

পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল-এ (IPL) খেলতে দেখা গিয়েছে, একের পর এক ম্যাচে তার ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছেন ভক্তরা। এর পাশাপাশি তার অধিনায়কত্ব সেই আগের মতই দেখা গিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখতে না পাওয়া এবং তার অভাব এখনো পূরণ হয়নি বলেই অনেকেই মনে করেন। কেননা তার হাত দিয়েই ২০১১ সালে শেষবার এসেছিল বিশ্বকাপ ট্রফি।

আরও পড়ুন 👉 Bowling of Dhoni: ধোনি বোলার, উইকেট কিপার কোহলি! এই ম্যাচ অনেকের কাছেই অদেখা

মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণের পর টিম ইন্ডিয়া একাধিকবার আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত ঘরে ট্রফি আনতে পারেননি। একাধিকবার টুর্নামেন্টের ফাইনাল অথবা সেমিফাইনালে পৌঁছেও ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে। এমন সব পরিস্থিতি বারবার ভারতীয়দের হতাশ করেছে। আর বারবার এই জায়গাতেই স্মরণ করিয়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব।

টিম ইন্ডিয়ার এমন একজন প্রাক্তন অধিনায়কের জার্সি আর কোন খেলোয়াড় পাবেন না এমনটাই সিদ্ধান্ত নিল বিসিসিআই। সূত্র মারফত জানা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সিকে তার মতই অবসরে পাঠানো হবে। এর আগে শচীন টেন্ডুলকরের ১০ নম্বর জার্সি অবসরে পাঠানো হয়েছিল। যে কারণে ১০ নম্বর জার্সি আর কোন ভারতীয় ক্রিকেটার পান না। ঠিক সেই রকমই মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি আর কেউ পাবেন না। উদাহরণ হিসাবে বলা যায়, শুভমন গিলের ৭ নম্বর পছন্দের ছিল। কিন্তু তিনি সেই জার্সি পাননি। যে কারণে তিনি ৭৭ নম্বর জার্সি পরে খেলা শুরু করেন।