Train: TRAIN কে বাংলাতে কি জানেন? ছোটবেলায় বইতে মা পড়িয়েছিলেন কিন্তু

গরমের ছুটি হোক কিংবা পুজোর ছুটি হাতে একটু ফাঁকা সময় পেলে মন পালাই পালাই করে দূর পাহাড়ে বা নিরিবিলি সমুদ্রের তীরে। দূর দেশে ঘুরতে যাওয়ার জন্য যাতায়াতের অন্যতম ভরসাযোগ্য পরিবহণ হল রেল যা ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের বুকে। বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক এর মধ্যে অন্যতম একটি ভারতীয় রেল।

এছাড়া নিত্যদিনের যাতায়াতের জন্য হাজার হাজার যাত্রীকে সুবিধা দিয়ে থাকে রেল। ভারতের বুকে রোজ যেমন লোকাল ট্রেন ছোটে ঠিক তেমনই বিলাসবহুল রাজধানী বা বন্দে ভারতেও সফর করেন যাত্রীরা। ট্রেনে তো প্রায় রোজই ওঠা নামা করেন কিন্তু জানেন কি ট্রেন শব্দের বাংলা কি? এমন অনেক ইংরাজি শব্দ আছে যাকে বাংলায় কি বলে তা অনেকেই জানেন না।

আরও পড়ুন: Hidco Staff Recruitment: স্পেশাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে হিডকোতে, কারা করবেন আবেদন?

ট্রেন শব্দের দুটো বাংলা রয়েছে। একটি খুব সোজা। ছোটবেলায় সেই কিশলয় বইয়ের লাইনটা মনে আছে? বাপ্পার টিনের রেলগাড়ি পাই পাই করে ছোটে। ট্রেনের একটা বাংলা তো জানলেন রেলগাড়ি। অপরটি কি বলুন তো?

অপর বাংলা শব্দটি বেশ কঠিন লৌহপথগামিনী বা লৌহশকট। তাহলে এবার কেউ জিজ্ঞাসা করলে আর উত্তর দিতে অসুবিধা হবে না। সহজেই বাংলা দুটি শব্দ বলে জব্দ করতে পারবেন। বলা ভালো, ভারতীয় রেল রোজ কুড়ি হাজার এর ও বেশি ট্রেন চালায়। যাত্রী সুবিধার্থে রেল পরিষেবাকে আরও উন্নত করে তোলার চেষ্টায় রয়েছে রেল মন্ত্রক।