Prevent Land Grabbing: জমির জবরদখল রুখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, জারি ৮ দফা নির্দেশিকা

Prosun Kanti Das

Published on:

Big step of Chief Minister to prevent land grabbing: লোকসভা ভোটের পর নবান্নে ১ টি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জমির জবর দখল হয়ে যাওয়া নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপরই নড়েচড়ে বসে নবান্ন। জমির জবর দখল রুখতে নবান্নর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ (Prevent Land Grabbing)। ভূমি রাজস্ব দপ্তরের মুখ্য সচিব জেলা শাসকদের যত তাড়াতাড়ি সম্ভব ব্লক ভিত্তিক সমগ্র রাজ্যের খাস জমি এবং সরকারি জমির হিসেব জমা দিতে বলেছেন। এই তথ্যটি তৈরি করার জন্য একটি নির্দিষ্ট গুগল ফর্ম ব্যবহার করছে নবান্ন। প্রত্যেকটি জেলা শাসককে বলা হয়েছে যত শীঘ্রই সম্ভব ফর্মগুলিকে ফিলাপ করার জন্য। প্রত্যেকটি জমির পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে ফিলআপ করতে হবে গুগল ফর্মগুলিকে।

নবান্নর পক্ষ থেকে চালু করা নতুন এই গুগল ফর্মগুলি ফিলাপ করা নিয়ে ইতিমধ্যে ৮ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। প্রত্যেকটি জমির নথিপত্র পাওয়া যাচ্ছে কিনা? সেই জমিগুলোকে জবরদখল করা হয়েছে কিনা? এবং জমিগুলোর নিয়ে কোন আইনি জটিলতা রয়েছে কিনা? এই সব কিছুই জানাতে হবে গুগল ফর্মের মাধ্যমে। শুধুমাত্র লোক মুখে তথ্য জোগাড় করে ফর্ম ফিলাপ করে দিলেও হবে না। আধিকারিকদের নিজেদেরকে গিয়ে জমিগুলোকে পরিদর্শন করে সমস্ত তথ্য জোগাড় করে তবে আপলোড করতে বলা হয়েছে (Prevent Land Grabbing)। ভূমি রাজস্ব দপ্তরের তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে সাহায্য করবে এই তথ্যগুলি।

সরকারি জমিগুলির নথিপত্র সুরক্ষিত রাখার জন্য একটি লগবুক তৈরি করতে বলা হয়েছে জেলাশাসকদের (Prevent Land Grabbing)। সরকারি জমিগুলির অবস্থান এবং জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সেই লগবুকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি রাজস্ব দপ্তর। এমনকি জলাশয় যুক্ত অথবা সাধারণ জমির বিভিন্ন দিক থেকে তোলা ছবিগুলিকেও নথি হিসেবে সঞ্চিত করতে বলা হয়েছে লগবুকে। যাতে ভবিষ্যতে এই জমি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে কাজে আসে এই লগবুকগুলি। যেকোন প্রশ্নের উত্তর পাওয়া যায় এই লগবুক থেকেই। নতুন করে পর্যালোচনা করার কোন প্রয়োজন না পড়ে।

আরও পড়ুন 👉 Stamp Duty Price Increased: মাথায় হাত মধ্যবিত্তদের, এবার রাজ্যে বেড়ে গেল জমি-জমা, ফ্ল্যাট, বাড়ির দাম

এছাড়াও নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি সরকারি জমির উপর বড় বড় সাইনবোর্ডে লিখে দিতে হবে “এই জমিটির মালিক রাজ্য সরকার” (Prevent Land Grabbing)। যাতে তা সকলের নজরে পড়ে। কেউ হঠাৎ করে জমি দখলের চেষ্টা না করে। কেউ যদি ধৃষ্টতা দেখিয়ে সেই জমির অপব্যবহার করে বা দখল করার চেষ্টা করে তাহলে, তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন জমি সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে নবান্নে। বেআইনিভাবে জলাশয় বুজিয়ে জমি তৈরি করে ব্যবহার করাই হোক, আর বালি খাদানের অভিযোগই হোক সবকিছুতেই দোষী হিসেবে দাঁড় করানো হয় রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরকে। এই সমস্যা সমাধান করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে নবান্ন (Prevent Land Grabbing)।

নবান্নের পক্ষ থেকে জেলাশাসকদের প্রত্যেকটি সরকারি জমির ল্যান্ড রেকর্ড আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে (Prevent Land Grabbing step)। সেদিন বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমন অনেক সরকারি জমি রয়েছে যার কোন রেকর্ডই নেই। কোন রকম রেকর্ড না থাকলে সেই জমি দখলদারি হয়ে যাবে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তাই জন্য প্রত্যেকটি জেলা শাসককে নিজে গিয়ে জমি পর্যবেক্ষণ করে সমস্ত খুঁটিনাটি তথ্য জোগাড় করে তা গুগল ফর্মে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন। এই কাজগুলি অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল। কিন্তু এতদিন কোন কাজই করেনি আধিকারিকরা। বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাওয়া নির্দেশের পর কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নবান্ন (Prevent Land Grabbing)। এই সমস্ত ক্ষেত্রগুলিতে এবার কাজের উন্নতি হবে বলে আশা রাখছে নবান্ন।