সুযোগ পেলেই সোজাসাপ্টা কথা, ছাড়েন না কাউকেই, বিপ্লবের তোপে এবার এই জনপ্রিয় অভিনেতা

বাংলা চলচ্চিত্র জগতের এক সময়কার জনপ্রিয় অভিনেতা হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। এই অভিনেতাকে বাংলার বিভিন্ন সিনেমায় ভিলেন চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে। এর ফলেই তাঁর জনপ্রিয়তা বাড়ে দর্শক মহলে। তবে সম্প্রতি এই অভিনেতা এক বড় ধরনের অভিযোগ এনেছেন অন্য এক বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতার বিরুদ্ধে। কে সেই অভিনেতা?

বর্তমানে বিপ্লব চট্টোপাধ্যায়কে সেরকমভাবে আর কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে না। তবে বিভিন্ন বিতর্কের কারণে এই অভিনেতা প্রায়ই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন। বেশ কয়েকদিন আগে এই অভিনেতা বাংলা ধারাবাহিক নিয়ে অভিযোগ করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে পরবর্তীকালে লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে তাঁকে ক্ষমা চাইতে হয়েছে।

তবে সম্প্রতি” দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল”-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতাদের সম্পর্কে কথা বলতে বলতে তিনি বর্তমানের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়-এর প্রসঙ্গ টেনে আনেন। তিনি ওই সাক্ষাৎকারে তাঁর সম্বন্ধে বলেন, “আমাদের এখনকার একজন শিল্পী.. মহান শিল্পী, অনেক পাঠ করছে। সল্টলেক থেকে সে যাবে কালিকাপুর, আমি যাব দেশপ্রিয় পার্ক।

সে পরিষ্কার গাড়ির ছেলেটাকে বলল, আগে আমাকে কালিকাপুর নামাবে তারপর দেশপ্রিয় পার্ক যাবে। সে বলল এটা! আমি তো ওর বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়কে বলেছি, এই আপনি শিক্ষা দিয়েছেন ছেলেকে?’ একদম চুপ ওর বাবা।”

এছাড়া বিপ্লব চট্টোপাধ্যায় ওই বয়সে বয়স্কদের সাথে নিজে কি ব্যবহার করতেন সেই প্রসঙ্গেও বলেন, “আমরা নিজেরা…সৌমিত্রদা কোথায় থাকতেন, আমি তাঁকে পৌঁছে দিয়ে নিজে বাড়ি আসতাম। এটা বাড়াবাড়ি নয়, এটা স্বাভাবিক। বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধাজ্ঞান এঁদের নেই। এঁরা অনেককিছু পেয়ে গিয়েছে। এদের মানুষ বলব আমি? কোনওদিন বলব না।” বর্তমানে এই অভিনেতা আবারও অভিযোগের কারণে লাইম লাইটে উঠে এসেছেন।