রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় মাছ ছাড়লো বিজেপি

লাল্টু : গত দু’বছর ধরে রাস্তার বেহাল দশা দেখে বিজেপি নেতা-কর্মীরা রাস্তা সারাইয়ের দাবিতে আজ একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। শুধু বিক্ষোভ মিছিল নয়, মিছিল শেষে তারা রাস্তায় জমে থাকা জলে মাছ ছেড়ে বিক্ষোভের অভিনব পন্থা বেছে নিলেন।

যে বেহাল রাস্তা প্রসঙ্গে আজ বিজিপির বিক্ষোভ সেটি হল দুবরাজপুর ব্লকের জয়দেব মোড় থেকে বসহরি গ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এই রাস্তা সারাইয়ের দাবিতে আজ বীরভূম জেলার প্রাক্তন বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে নেতাকর্মীরা তিন কিলোমিটার পদযাত্রা করে। তারপর ঘন্টাখানেক অবরোধ কর্মসূচি চালিয়ে জয়দেব মোড়ে রাস্তায় জলে মাছ ছেড়ে প্রতিবাদ জানায় তারা।

বীরভূম জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় অভিযোগ করেন, “বিগত দু’বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। অবস্থা এতটাই বেহাল যে যাতায়াত করা পর্যন্ত দুঃসাধ্য হয়ে পড়েছে সাধারণ মানুষদের। এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়ারা যাওয়ার সময় অসুবিধার সম্মুখিন হচ্ছে। পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় দুই থেকে তিন ফুট গর্ত হয়ে গেছে। এই এলাকার উন্নয়নের দায়িত্বে থাকা কারজকর্তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আজ আমরা সেই সকল গর্তে মাছ ছাড়লাম।”

তিনি আরও জানান, “এরপরেও যদি এই রাস্তা সারাইয়ের জন্য কোনরকম উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমরা পুজোর পর বৃহত্তর আন্দোলনে নামবো।”

প্রধানমন্ত্রী সড়ক যোজনা এই রাস্তা নির্মাণ প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “এই রাস্তায় যখন নির্মাণ করা হয়েছিল সেসময় তৃণমূলীরা ঠিকাদারের কোমরে বেঁধে পয়সা নিয়েছে। বৃষ্টির জলেও কাজ করানো হয়েছিল। সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়েছিল। এককথায় বলা যায় রাস্তা যেদিন তৈরি হয়েছিল তারপরের দিন থেকেই ভাঙতে শুরু করেছিল।”