BSNL Long Validity Recharge: এক রিচার্জে এক বছর, সস্তায় BSNL-এর ধারেকাছে নেই জিও, এয়ারটেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কম খরচের মোবাইল পরিষেবার নিরিখে বিএসএনএলের (BSNL) ধারে কাছে দেশের কোন টেলিকম সংস্থা নেই। বিএসএনএলের এমনও বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলিতে যা সুবিধা পাওয়া যায় তা অন্য কোন টেলিকম সংস্থায় পেতে হলে দ্বিগুণের কাছাকাছি টাকা খরচ করতে হয়। আবার বর্তমানে যখন দেশের ৩ বেসরকারি টেলিকম সংস্থা মোবাইল রিচার্জের খরচ বাড়িয়েছে তখন বিএসএনএলের সঙ্গে তাদের পার্থক্য আরো বেড়েছে।

গত ৩ ও ৪ জুলাই জিও, এয়ারটেল এবং ভিআই দফায় দফায় নিজেদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ফলে এখন দেশের মোবাইল ব্যবহারকারীরা সস্তায় কোন টেলিকম সংস্থা পরিষেবা দিচ্ছে তা হাতড়ে বেড়াচ্ছেন। তবে হাতড়ে বেড়ানোর ক্ষেত্রে BSNL-এর বিকল্প কিছু হতে পারে না। যদিও সস্তায় পরিষেবা দিলেও বিএসএনএল-এর পরিষেবা ও প্রযুক্তি নিয়ে অনেক অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের মধ্যে।

দাম বৃদ্ধির পর এখন জিও, এয়ারটেল, এবং ভিআইয়ের এক বছরের যে সকল প্ল্যান রয়েছে সেগুলি রীতিমতো আকাশছোঁয়া। ডেইলি ডেটা সহ জিওর এক বছরের প্ল্যানের দাম সবচেয়ে কম ৩৫৯৯ টাকা। এক বছরের এই টেলিকম সংস্থার আরেকটি প্ল্যান রয়েছে সেটির দাম ৩৯৯৯ টাকা। এক্ষেত্রে যদি এয়ারটেলের প্রসঙ্গে আসা যায় তাহলে তাদেরও ৩৫৯৯ এবং ৩৯৯৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। ভিআইয়ের এক বছরের যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলি হল ৩৪৯৯ টাকা, ৩৫৯৯ টাকা, ৩৬৯৯ টাকা, ৩৭৯৯ টাকার।

আরও পড়ুন 👉 BSNL 4G Tower: হাইস্পিড ইন্টারনেট নিয়ে সুখবর, জিও, এয়ারটেল, ভিআই দাম বাড়াতেই বড় চাল চালল BSNL

দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলির মোবাইল নম্বর এক বছরের জন্য রিচার্জ করার ক্ষেত্রে যখন এই বিপুল টাকা খরচ হচ্ছে সেই সময় প্রায় একই রকম সুবিধা ২০০০ টাকার কমে দিচ্ছে বিএসএনএল। স্বাভাবিকভাবেই বিএসএনএল গ্রাহকরা অনেক কম খরচে এক বছরের জন্য ডেইলি ডেটা, আনলিমিটেড কল সহ এসএমএস সুবিধা পাবেন।

বিএসএনএলের যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেই রিচার্জটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ১৯৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে যাওয়া হয় মোট ৬০০ জিবি ডেটা। হিসেব অনুযায়ী এ সকল গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করবেন তারা প্রতিদিনের হিসেবে দেড় জিবির বেশি ডেটা পাবেন। এই সকল অফার ছাড়াও এই রিচার্জ ক্লান্তির সঙ্গে আরও বেশ কিছু অফার দেওয়া হচ্ছে বিএসএনএল সিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেম, এন্টারটেইনমেন্ট অ্যাপস সাবস্ক্রিপশন।