Hotels in Digha: দিঘা হোক বা পুরি, সহজে সস্তায় মিলবে গেস্ট হাউস, বড় পরিকল্পনা বর্ধমান পৌরসভার

Burdwan Municipality has a new plan to provide cheap hotels in Digha or Puri: বর্তমান সময়ে কাছেপিঠে ঘোরার জনপ্রিয় দুই পর্যটনস্থান হলো দিঘা-পুরি। দু-একদিনের ছুটি পেলেই ভ্রমণ প্রেমীরা পাড়ি দেন পুরি কিংবা দিঘাতে। ফলেই মরশুমের সময়গুলিতে দারুন ভিড় জমে দিঘা-পুরীতে। আর এই সময় সুযোগে সদ্ব্যবহার করেন হোটেল মালিকরাও (Hotels in Digha)। যার ফলে অসুবিধায় পড়তে হয় সাধারণ পর্যটকদের। তবে আর সেই অসুবিধা নয়। সমস্যার সমাধান করতে নয়া পরিকল্পনা বর্ধমান পৌরসভার। এবার দিঘা-পুরিতে জেলার বাসিন্দাদের কম খরচে ভালো পরিষেবা দেবে বর্ধমান পৌরসভা। কি নয়া পরিকল্পনা আনছে? তাতে পর্যটকদের কি সুবিধা হবে?

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠছে দিঘা-পুরি। যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে এই দুই ভ্রমণ স্থানের। ফলে দিন দিন এই স্থানগুলিতে পর্যটক সংখ্যারও বৃদ্ধি ঘটছে। বিশেষ করে ছুটির দিনগুলিতে। মরশুমের সময়ে এত পরিমাণে এই পর্যটন স্থানগুলিতে ভিড় হয় যে ভিড় সামাল দিতে হিমশিম খেয়ে যায় হোটেল মালিকরা। কেউ হারিয়ে গেলেও খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। এমনকি হোটেল মালিকরাও এই সময় হোটেলের ভাড়া দ্বিগুণ করে দেয়। যা সমস্যায় ফেলে পর্যটকদের। কম খরচে ভালো হোটেল (Hotels in Digha) পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই সেই পর্যটকদের কথা মাথায় রেখেই গেস্ট হাউস ভাড়া দেওয়ার পরিকল্পনা করল বর্ধমান পৌরসভা। যার ফলে পকেট ফ্রেন্ডলি গেস্ট হাউসে সমস্যা হবে না পর্যটকদের।

পৌরসভা সূত্রে খবর, পর্যটন স্থানগুলিতে জেলার বাসিন্দাদের পকেট ফ্রেন্ডলি গেস্ট হাউস ভাড়া দিতে গেস্ট হাউস লিজ নেওয়ার পরিকল্পনা বর্ধমান পৌরসভার। প্রাথমিক পর্যায়ে দিঘা-পুরি এবং বেনারসের জন্য গেস্ট হাউস লিজ নেওয়ার পরিকল্পনা চলছে। তবে বর্ধমান পৌরসভার এই সুবিধা শুধু বর্ধমান জেলা বাসিন্দারাই পাবে না। বর্ধমান জেলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার পর্যটকরাও কম খরচে গেস্ট হাউস (Hotels in Digha) ভাড়া নেওয়ার সুবিধা পাবে।

আরও পড়ুন 👉 Meghna Cafeteria: ভুলে যান দিঘা, পুরি! এবার মাত্র ১০ টাকায় ঘুরে দেখুন হাতের কাছেই থাকা এই পার্ক

তবে প্রথম দিকে পর্যটন কেন্দ্রগুলিতে জমি কিনে হোটেল বা গেস্টহাউস নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছিল। তবে সেক্ষেত্রে বিপুল পরিমাণ খরচের বিষয় আসায় নির্মাণের বদলে লিজ নেওয়ার পরিকল্পনা করে বর্ধমান পৌরসভা। এই পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি অন্যান্য জনপ্রিয় পর্যটন স্থান যেমন দার্জিলিং-এও গেস্ট হাউস লিজ নেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা করছে বর্ধমান পৌরসভা। অপরদিকে জেলার ভ্রমণ স্থানগুলিকেও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নানা রকম ব্যবস্থা গ্রহণ করছে বর্তমান পৌরসভা।

মূলত ভ্রমণ প্রেমীরা বিশেষ করে সাধারণ পরিবারের ভ্রমণ প্রেমীরা স্বল্প খরচে যাতে ভালোভাবে ভ্রমণ করতে পারে সেই উদ্দেশ্যেই এই নয়া পরিকল্পনা বর্ধমান পৌরসভার। ইতিমধ্যেই এই লিজ নেওয়ার বিষয়ে বেশ কয়েকটি সংস্থার সাথে আলোচনা হয়েছে বর্ধমান পৌরসভার। সামনে লোকসভা নির্বাচন থাকায় পরিকল্পনার পক্রিয়াকরণ শুরু হয়নি। ভোট মিটলেই শুরু হবে কাজ। ফলেই রুমের ভাড়া কত হবে সেই নিয়েও পৌরসভা তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই তা জানা যাবে বলে আশা করা যাচ্ছে। যা সুবিধা দেবে পর্যটকদের।