Guideline for Govt Employees: কাজ পছন্দ না হলেই চাকরি থেকে ছাঁটাই! সরকারি কর্মীদের ঘুম কেড়ে নিল কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Central Government has released a set of Guidelines for Govt Employees: সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। যা বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। বিশেষত সরকারি ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের দফতরগুলির উদ্দেশ্যে এই নির্দেশিকা (Guideline for Govt Employees) জারি করেছে কেন্দ্র সরকার। যে নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেশ কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র তরফে। কি নির্দেশ জারি করা হয়েছে?

গত ২৭শে জুন কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং তরফে নির্দেশিকায় জানানো হয়েছে সকল কেন্দ্রীয় সরকারের বিভাগগুলি যেন তাদের কর্মীদের কাজ রিভিউ করে (Guideline for Govt Employees)। আর সেই রিভিউ কাজে যদি কর্মীদের গাফিলতি দেখা যায়, কর্মীরা যদি কাজে আলগা দেয় তাহলে আগাম অবসরে পাঠানো হবে সেইসব কর্মীদের। জরুরী বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সরকার তরফে সকল মন্ত্রক, বিভাগ ও দফতরেও এই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে।

তবে শুধু কাজ নয়, যেসব কর্মীরা টাইম টু টাইম অফিসে পৌঁছতে পারেনা তাদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। সেইসব কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্র সরকার তরফে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, যেসব কর্মীরা প্রায়শই দেরি করে অফিসে প্রবেশ করেন কিংবা অফিস ছুটির আগেই অফিস থেকে চলে যান সেইসব কর্মীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্দেশিকা অনুযায়ী সরকারি কর্মীদের অফিসে প্রবেশ করার ডেড টাইম হলো সকাল ০৯:১৫ মিনিট। এক মিনিট অর্থাৎ ৯টা ১৬ মিনিটে অফিসে প্রবেশ করলেই কর্মীদের ক্যাজুয়াল লিভ কাটা যাবে। অর্থাৎ সেই দিনের অর্ধেক দিন কর্মীর অনুপস্থিতি ঘোষণা করা হবে। মাসে ২ বার এই বিষয়ে ছাড় দেওয়া হবে। দু’বারের অধিক হলেই সিএল কাটা যাবে। তবে কেউ যদি বৈধ কারণ দেখাতে পারে সেক্ষেত্রে এক ঘন্টা দেরি হলে ছাড় দেওয়া যেতে পারে।

আরও পড়ুন 👉 Staff Recruit: চাকরির ঝাঁপি খুলতে বড় পদক্ষেপ নবান্নের, এই সকল দপ্তরে তৈরি বিপুল নতুন পদ

এছাড়াও বহু সরকারি কর্মীরা আধার সংযুক্ত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম এড়িয়ে যাচ্ছেন। যার ফলে ঠিকঠাক হাজিরা দিচ্ছেন না। তাই এবার থেকে হাজিরার জন্য সরকারি কর্মীদের মোবাইল নির্ভর ফেশ অথেন্টিক সিস্টেম ব্যবহার করার কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। যার মাধ্যমে জিও ট্যাগিং থাকবে এবং কর্মীর অবস্থান কোথায় সেটাও জানা যাবে।

প্রসঙ্গত, পূর্বেও ২০২০ সালে এই রিভিউ সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। সেই গাইডলাইনেও কেন্দ্রীয় সরকারের প্রত্যেক মন্ত্রক, বিভাগ ও দফতরগুলিকে কর্মীদের কাজের তথ্য সংগ্রহ করতে বলা হলেও তারা বিষয়টিকে এড়িয়ে যায়। নির্দেশিকা মানেন না। যার ফলে কর্মীরাও কাজে গাফিলতি চালিয়ে যায়। যে বিষয় নিয়ে বেশ অসন্তুষ্ট কেন্দ্র। তাই এই পরিস্থিতিতেই এবার নড়েচড়ে বসে কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তি মাধ্যমে জারি করে নয়া নির্দেশিকা (Guideline for Govt Employees)। যা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্র সরকারের।