Gratuity Rules Changed: বদলে গেল গ্র্যাচুইটির নিয়ম, এবার বাড়তি DA, HRA-র মিলবে আরও বেশি সুবিধা

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের জন্য একের পর এক নতুন ঘোষণা করছে। লোকসভা নির্বাচনের আগে এই সকল নতুন ঘোষণা প্রত্যাশিত মতোই হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, এইচআরএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এবার বদলে দেওয়া হলো গ্রাচুইটির নিয়ম (Gratuity Rules Changed)।

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার গত সপ্তাহে সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ দিয়ে বৃদ্ধি করার ঘোষণা করেছে। অন্যদিকে DA বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এইচআরএ বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক ছিল। আর সেই মতো X,Y,Z তিন ধরনের সরকারি কর্মচারীদেরই এইচআরএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ এইচআরএ বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ এবং সর্বনিম্ন ১ শতাংশ।

এরই মধ্যে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্রাচুইটির নিয়মে যে বদল আনার ঘোষণা ঘোষণা করা হয়েছে তার ফলে এবার থেকে আরও বেশি সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। আগে এক্ষেত্রে করমুক্ত অর্থাৎ ট্যাক্স মুক্ত ঊর্ধ্বসীমা ছিল ২০ লক্ষ টাকা। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ঊর্ধ্বসীমা বৃদ্ধির সম্মতি দিয়েছে।

আরও পড়ুন 👉 HRA Hiked by Central Govt: শুধু DA নয়, এবার বাড়ানো হলো HRA-ও! সুখবর দিল কেন্দ্র

কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে যে সম্মতি দেওয়া হয়েছে তাতে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির উপর কোন ট্যাক্স দিতে হবে না। ফলে এখন সরকারি কর্মচারীরা আগের তুলনায় আরও পাঁচ লক্ষ টাকার বেশি সুবিধা পাবেন। তবে গ্র্যাচুইটির উপর ট্যাক্স ছাড়ের সীমা এই প্রথম বাড়ানো হলো তা নয়। ২০১৯ সাল থেকেই এই নিয়ে বড় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে কেন্দ্রকে। ২০১৯ সালে গ্র্যাচুইটিতে কর ছাড়ের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছিল ২০ লক্ষ টাকা।

এখন অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে এই গ্র্যাচুইটির আসলে কি? গ্র্যাচুইটি হল সরকার থেকে প্রাপ্ত সেই অর্থ যা সরকারি কর্মচারীরা অন্ততপক্ষে পাঁচ বছর কাজ করার পর পেয়ে থাকেন। এই টাকা সরকারি কর্মচারীরা তখন পেয়ে থাকেন যখন তারা অবসর গ্রহণ করেন অথবা চাকরি ছেড়ে দেন। এছাড়াও দুর্ঘটনাবশতঃ সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের এই টাকা দেওয়া হয়।