বাছাই করা কিছু কর্মচারীদের ১৬% DA বাড়ালো কেন্দ্র, কারা পাবেন, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি সরকারি কর্মচারীরা তাদের DA ন্যায্য অধিকার বলে মনে করেন। সরকারি তরফ থেকেও সরকারি কর্মচারীদের এই ন্যায্য অধিকার দিয়ে থাকে। আবার ধাপে ধাপে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে সরকার। ন্যায্য অধিকার ডিএ নিয়ে সবচেয়ে বেশি উত্তাল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। দীর্ঘদিন ধরে সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্য হাড় অনুসারে DA দিচ্ছে না বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের একাংশ যখন তাদের ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন ঠিক সেই সময় কেন্দ্র সরকারের তরফ থেকে বাছাই করা কিছু সরকারি কর্মচারীদের ১৬ শতাংশ ডিএ বৃদ্ধি করে দেওয়া হল।

কেন্দ্র সরকারের তরফ থেকে বাছাই করা সরকারি কর্মচারীদের DA একলাফে ১৬ শতাংশ বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অথবা কেন্দ্র সরকারের স্বয়াত্তশাসিত সংস্থার কর্মচারী রয়েছেন এবং যারা এখনও পূর্ব-সংশোধিত অর্থাৎ ৫ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন তুলছেন তাঁদের ক্ষেত্রে DA ১ জানুয়ারি ২০২৩ থেকে বেতনের ৩৯৬ শতাংশ থেকে বেড়ে ৪১২ শতাংশ করা হচ্ছে।

অর্থাৎ কেন্দ্র সরকারের এই ঘোষণা অনুযায়ী যারা এখনো পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে বেতন তুলছিলেন তাদের DA ৩৯৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪১২ শতাংশ। হিসাব অনুযায়ী বৃদ্ধি পেয়েছে ১৬ শতাংশ। তবে এই খুশির খবরের পাশাপাশি আরও একটি খুশির খবর কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে এবং কেন্দ্রের তরফ থেকে এক প্রকার জোড়া উপহার দিয়েছে তাদের সরকারি কর্মচারীদের।

কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন এই তালিকায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে ঠিক সেইরকমই আবার তাদের বকেয়ার জন্য যোগ্য হিসাবে। তবে এই DA বৃদ্ধি ছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাইয়ের পর থেকে আরও একটি মহার্ঘ ভাতার আশা করছেন।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে DA ঘোষণা করা হয়েছিল। আর সেই সময় বকেয়া জানুয়ারি থেকে পরিশোধও করা হয়েছিল। এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি বছরের দ্বিতীয় ডিএ বৃদ্ধি করতে পারে এমনটা আশাও করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে চলতি বছর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে এমন ঘোষণা হতে পারে।