স্বল্প সুদে ঋণ, কেন্দ্র ঘোষণা করলো নতুন ৮টি আর্থিক প্যাকেজ

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রথম ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে ভারতে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশের মানুষ থেকে সরকার। এই দ্বিতীয় ঢেউয়ে অজস্র দেশের সাধারণ মানুষ তাদের আত্মীয় পরিজনদের হারিয়েছেন। অন্যদিকে একইভাবে ধুঁকছে দেশের অর্থনীতি। আর এই অর্থনীতির চাকা ঘোরাতে কেন্দ্রের তরফে নতুন ৮টি আর্থিক প্যাকেজ আনা হলো।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন দেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য এই সকল আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। যে আর্থিক প্যাকেজের মধ্য দিয়ে অল্প সুদে ঋণ আকারে সুবিধা লাভ করতে পারবেন দেশের নাগরিকরা। পাশাপাশি কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর কথা।

১) ১.১ লক্ষ কোটি টাকার লোন গ্যারান্টি স্কিম হিসাবে পাবে করোনা প্রভাবিত সেক্টরগুলি।

২) অনুন্নত এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করার জন্য ৫০ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে। এই ঋণের সুদের পরিমাণ ৭.৯৫ শতাংশ।

৩) অন্যান্য ক্ষেত্রে ৮.২৫ শতাংশ সুদের হারে ৬০ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে।

৪) এমার্জেন্সি ক্রেডিট লিমিট গ্যারান্টি স্কিমের মূলধন বাড়ানো হয়েছে ১.৫ লক্ষ কোটি টাকা।

৫) ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের স্বল্প সুদে ঋণের জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

৬) পর্যটন শিল্পকে পুনরুদ্ধার করার জন্য ট্রাভেল এজেন্সিগুলিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

৭) ভারতের ভিসার জন্য আবেদনকারীকে ৫ লক্ষ টাকা ফি দিতে হবে না।

৮) আত্মনির্ভর ভারত রোজগার যোজনার মেয়াদ আরও এক বছর বাড়ানো হলো। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২২ সালের ৩১ মার্চ।