China Van: টোটোর পর এবার ভ্যানো নিয়ে পদক্ষেপ, বন্ধ করতে পুলিশি অভিযান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে মাত্রাতিরিক্ত ভাবে টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে চারদিকে যানজট সমস্যা তৈরি হয়েছে। আর এই ধরনের যানজট সমস্যা থেকে মুক্তি পেতে প্রশাসনিক তরফ থেকে রাজ্যের বিভিন্ন শহরে নতুন নতুন এসওপি জারি করা হচ্ছে। তবে শুধু টোটো নয়, এবার ভ্যানো অর্থাৎ যাকে আমরা চায়না ভ্যান (China Van) বলে থাকি তা নিয়েও পদক্ষেপ গ্রহণ শুরু হল।

Advertisements

পুলিশ প্রশাসনের তরফ থেকে বাসন্তী রাজ্য সড়কে ইঞ্জিন চালিত ভ্যান অর্থাৎ ভ্যানো বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নিয়েছে পুলিশ। এই ধরনের ইঞ্জিন চালিত ভ্যান বা ভ্যানোতে না আছে হেডলাইট, না আছে ঠিকঠাক ব্রেক। এই ধরনের যানবাহনের চারদিকে যাত্রীরা পা ঝুলিয়ে যাতায়াত করেন। অন্যদিকে বাসন্তী রাজ্য সড়কে যেভাবে দিনের পর দিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তার জন্য এই সকল যানবাহনের দাপাদাপিকে দায়ী করা হচ্ছে।

Advertisements

এই ধরনের চায়না ভ্যান বা ইঞ্জিন চালিত ভ্যান বা ভ্যানো সাধারণত মালপত্র বহনের জন্যই ব্যবহার করা হলেও বহু জায়গাতেই বেআইনিভাবে তাতে যাত্রী বহন করা হচ্ছে। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষিদ্ধ করা হলেও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যাত্রী নিয়ে ছুটে চলেছে এই সকল যানবাহন। আর এরই পরিপ্রেক্ষিতে এবার অভিযান শুরু করলো পুলিশ।

Advertisements

আরও পড়ুন ? Toto in Siliguri: টোটোর দাপাদাপি ঠেকাতে এবার জারি নতুন এসওপি, কার্যকর করবে পুলিশ ও পরিবহন দপ্তর

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভাঙ্গরে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করতে এবং দুর্ঘটনা কমাতে ভ্যানো চালকদের সতর্ক করা হয়েছে যাতে তারা যাত্রী পরিবহন না করেন। তবে এরপরেও দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই এই সকল নিষেধাজ্ঞাকে অমান্য করেই চলছে যাত্রী পরিবহন। এবার এই সকল নিষেধাজ্ঞা অমান্য করা হলে ওই সকল ভ্যানো আটক করা হবে। আটক করার পাশাপাশি মামলা করা হবে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভ্যানোতে মালপত্র বহন করা যাবে কিন্তু যাত্রী পরিবহন করা যাবে না। তবে পুলিশের এমন দাবির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। অনেকেই দাবি করছেন তারা অনেক কম খরচে ভ্যানোতে তার জায়গা থেকে অন্য জায়গা যেতে পারেন। এছাড়াও অনেক শ্রমিক রয়েছেন যারাও ভ্যানোতে করে কম খরচে যাতায়াত করে থাকেন। তাদের মধ্যেও অসন্তোষ দেখা যাচ্ছে। তবে মনে রাখতে হবে, খরচের থেকে জীবন আগে।

Advertisements