প্রকাশ্যে এলো ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সম্পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে করোনাতঙ্ক কাটিয়ে অবশেষে টিম ইন্ডিয়া বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ সফরে। এই অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়েই শুরু হচ্ছে ভারতের করোনা পরবর্তী আন্তর্জাতিক সফর। করোনাকালে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে খেলাধুলায়। বাধ্যতামূলকভাবে তৈরি হয়েছে কোয়ারেন্টাইন। পাশাপাশি সফর চলাকালীন খেলোয়াড়দের বায়োবলয়ের মধ্যে থাকাটাও বাধ্যতামূলক।

তবে এই সকল বাধ্যতামূলক বিধিনিষেধের মাঝেই আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। ভারত এবং অস্ট্রেলিয়ার এই সিরিজে রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং চারটি টেস্ট ম্যাচ।

একদিনের ম্যাচের সূচি

২৭ নভেম্বর : প্রথম একদিনের ম্যাচ শুরু হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ভারতীয় সময় সকাল ৯:১০ মিনিটে এই খেলা শুরু হবে।

২৯ নভেম্বর : সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯:১০ মিনিটে।

১ ডিসেম্বর : সফরের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ হবে মানুকা ওভালে। ভারতীয় সময় সকাল ৯:১০ মিনিটে শুরু হবে এই খেলা।

টি-টোয়েন্টি খেলার সূচি

৪ ডিসেম্বর : মানুকা ওভালে প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ভারতীয় সময় দুপুর ১:৪০ মিনিটে।

৬ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর ১:৪০ মিনিটে।

৮ ডিসেম্বর : সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর ১:৪০ মিনিটে।

টেস্ট খেলার সূচি

প্রথম টেস্ট : ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত হবে প্রথম টেস্ট। এই টেস্ট হবে দিন ও রাতের। ভারতীয় সময় সকাল ৯:৩০ টায় এই খেলা শুরু হবে অ্যাডিলেড ওভালে।

দ্বিতীয় টেস্ট : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। ভারতীয় সময় ভোর ৫ টায় এই খেলা শুরু হবে।

তৃতীয় টেস্ট : সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৭ জানুয়ারি থেকে ১১ ই জানুয়ারি পর্যন্ত হবে তৃতীয় টেস্ট। ভারতীয় সময় ভোর ৫ টায় এই খেলা শুরু হবে।

চতুর্থ টেস্ট : ব্রিসবেন গাব্বায় চতুর্থ টেস্ট হবে ১৫ থেকে ১৯ জানুয়ারি। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর সাড়ে ৫ টায়।