Share Market: ভারতীয় অর্থনীতিতে মানুষের মধ্যে শেয়ার বাজার এবং শেয়ার বাজার সংক্রান্ত লগ্নির ঝোঁক বেড়েছে। ফলে বেড়েছে বিনিয়োগকারীর সংখ্যাও। তবে গত কয়েক মাসে ভারতীয় শেয়ার বাজারের প্রতিদিনের ধস বিনিয়োগকারীদের মনে চিন্তা বাড়িয়েছে। ক্রমবর্ধমান এই পতনে আর্থিক ভাবে বেশ ক্ষতির মুখে পড়তে হচ্ছে ভারতীয় বিনিয়োগকারীদের। প্রতিদিন বাজার ঊর্ধ্বমুখী হওয়ার আশা রাখলেও দিন শেষে সেই আশায় জল ঢেলে আরও ধসে পড়ছে বাজার।এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। প্রথম দিকে মাঝারি ও ছোট ক্যাপিটালের সংস্থাগুলির শেয়ারের মূল্যের পতন হচ্ছিল। তবে বড় ক্যাপিটালের সংস্থাগুলির শেয়ারের মূল্য ঊর্ধ্বগামী ছিল। কিন্তু বর্তমানে এই বড় ক্যাপিটালের সংস্থাগুলির শেয়ারের দামও ক্রমাগত পড়তে শুরু করেছে। ফলে ভারতীয় শেয়ার বাজারের (Share Market) ভারসাম্য রক্ষা করা যাচ্ছেনা এবং দ্রুত ভেঙে যাচ্ছে মার্কেট গ্রোথ।গত এক মাস ধরে ভারতের শেয়ার বাজারের এই চলমান নিম্নমুখী ধসের ফলে উদ্বেগ বাড়ছে ছোট ও বড় বিনিয়োগকারীদের। কারণ বিগত কয়েক মাসের ভাঙনে পাহাড় সমান পোর্টফোলিও এখন তলানিতে ঠেকেছে। অনেকক্ষেত্রেই মাইনাসে চলে গিয়েছে শেয়ারের ভ্যালু। তাই স্বাভাবিক ভাবেই সকলের মনে প্রশ্ন আসছে ভারতীয় শেয়ার বাজারের (Share Market) এই পতনের কারণ কি এবং এই পতনের শেষ কোথায়!
আরো পড়ুন: এই দুই মিউচুয়াল ফান্ডে উচ্চ রিটার্ন, সতর্ক থাকার নির্দেশ SEBI-র
শেয়ার বাজার পড়ে যাওয়ার কারণ (Reason of crash of share market):
- বড় বড় সংস্থাগুলির ত্রৈমাসিক ফল ভালো না হওয়া
- আমেরিকার ১০ বছরের বন্ডের রিটার্ন বড় এবং ডলারের মূল্য বেড়ে যাওয়া
- চলতি বছরের অক্টোবরে ভারতের মুদ্রাস্ফীতি RBI-এর নির্ধারিত সীমার ঊর্ধ্বে চলে যাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজার (Share Market) থেকে টাকা তুলে নেওয়া।
- বিশ্ববাজারে ইউনাইটেড স্টেটস, ইউরোপ, জাপান, চীনের বাজারের পতন।
জানা যাচ্ছে গত কয়েক সপ্তাহের তুলনায় BSE মার্কেট ক্যাপিটাল প্রায় ৪৫ লক্ষ কোটি টাকা কমে বর্তমানে ৪৩২ লক্ষ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। যা ভারতীয় বাজারে খারাপ প্রভাব ফেলছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইতিমধ্যেই ভারতীয় শেয়ার বাজারের (Indian Share Market) প্রয়োজনীয় সমস্ত সংশোধন করা হয়েছে তাই যেকোনো সময় থেকে এর পুনরুদ্ধার হতে পারে।