Difference between NRC and CAA: এনআরসি ও সিএএ কখনোই এক নয়, ভুল না বুঝে সঠিকটা জানুন

নিজস্ব প্রতিবেদন : সোমবার ভারতের ইতিহাসে আরও একটি নতুন সংযোজন হল নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (CAA) লাগু হওয়ার পরিপ্রেক্ষিতে। কেননা নতুন আইন লাগু হওয়ার ফলে আগে যে আইন ছিল এবং যে পদ্ধতিতে নাগরিকত্ব পাওয়া যেত তাতে আমূল পরিবর্তন চলে এলো। এই পরিবর্তন অনেক কিছুই বদলে দিতে পারে। যদিও অনেকেই রয়েছেন যারা NRC এবং CAA দুটিকে এক ভেবে নিচ্ছেন। কিন্তু তা কখনোই নয় এবং এই দুইয়ের (Difference between NRC and CAA) মধ্যে বড় ফারাক রয়েছে।

CAA বিল পার্লামেন্টের দুই কক্ষে পাশ হওয়ার পর ২০১৯ সালের ১২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরে আইনে পরিণত হয়েছিল। তবে তা আইনে পরিণত হলেও এতদিন লাগু করা হয়নি। এবার সেই আইন লাগু হল। এই আইন লাগু হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সাম্প্রদায়ের মানুষেরা, যারা ওই সকল দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তারা নাগরিকত্ব পাবেন।

অন্যদিকে এনআরসি (NRC) কথাটির ফুল ফর্ম হলো National Register of Citizens অর্থাৎ নাগরিক পঞ্জিকরণ প্রক্রিয়া। দেশের একমাত্র রাজ্য হিসেবে অসমে এনআরসি হয়েছে। এনআরসির সূচনা হয়েছিল ১৯৫১ সালে এবং তা শেষ হয় ২০১৯ সালে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে এনআরসি চালু করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এনআরসি এবং সিএএ-এর মধ্যে পার্থক্য বোঝান। এছাড়াও দেশজুড়ে এনআরসি চালু করার বিষয়ে এখনও আইনসিদ্ধ দৃষ্টান্ত নেই।

আরও পড়ুন 👉 Online Apply Process of Citizenship: CAA চালু হতেই নতুন রূপ নিল ওয়েবসাইট, চালু হল অনলাইনে আবেদন পদ্ধতি

এনআরসি অর্থাৎ নাগরিক পঞ্জীকরণ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভারতের আসল নাগরিক এবং অবৈধ অধিবাসীদের মধ্যে পার্থক্য বোঝাবে। অন্যদিকে সিএএ আইনের মাধ্যমে কখনোই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, বরং এই আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা হবে। সেক্ষেত্রে মুসলিম ছাড়া নির্দিষ্ট করে দেওয়া শরণার্থীরা নাগরিকত্ব পাবেন খুব সহজেই। এমনকি আগে যেখানে ১১ বছর বসবাস এবং টানা এক বছর ভারতে থাকার পর নাগরিকত্ব পাওয়া যেত তা এখন কমে পাঁচ বছর বসবাস ও টানা এক বছর ভারতে থাকলেই মিলবে।

এর পাশাপাশি অসমের বাইরে এনআরসি চালু হলে PIB যা বলছে তাতে বাসিন্দাদের ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ দিতেই হবে এমন নয়। এক্ষেত্রে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড করানোর জন্য যে সকল নথি নাগরিকরা দিয়ে থাকেন সেই সকল নথি দিলেই হবে। যদিও এখনও পর্যন্ত এনআরসির ক্ষেত্রে ঠিক কি কি নথি জমা করতে হবে তা ঠিক হয়নি। তবে অনেকেই যারা এনআরসি এবং সিএএ এই দুই বিষয়কে এক করে ফেলছেন বা দুটি বিষয়কে গুলিয়ে ফেলছেন তাদের এটুকু ফারাক জেনে রাখা দরকার।