লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিলাপের সময় এই ভুল করলেই আসবে না টাকা

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী গত ১৬ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় অধ্যায়। এই কর্মসূচি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই কর্মসূচি চলাকালীন বহু মানুষ তাদের প্রয়োজনীয় সরকারি কাজ সেরে নিচ্ছেন এই ক্যাম্পে। তবে সবার পাখির চোখ যেদিকে সেটি হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই কর্মসূচির বাইরেও পরে ফর্ম ফিলাপ করা যাবে লক্ষীর ভান্ডারের।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় কয়েক কোটি মহিলা নিজেদের নাম নথিভূক্ত করেছেন। তবে এই নাম নথিভুক্ত করার সময় মনে রাখতে হবে কয়েকটি বিষয়। ছোটখাটো কিছু ভুলের জন্য টাকা নাও আসতে পারে।

ছোটখাটো যে সকল ভুল ইতিমধ্যেই সামনে এসেছে সেগুলি হলো, অনেকেই অনেক ক্ষেত্রেই দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর দিতে ভুলে যাচ্ছেন, আবার অনেকে ভুল করেছেন।

ফর্ম ফিলাপ করার সময় অ্যাকাউন্ট নম্বর ভুল দিলে কোনভাবেই টাকা আসবে না। যে কারণে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার আগে ভালোভাবে খতিয়ে দেখে নিন।

অনেকের নিজের অ্যাকাউন্ট নেই, অথচ জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। এক্ষেত্রে প্রথমদিকে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করা যাবে না এমনটাও শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে খুঁটিনাটি খোঁজ নেওয়ার পর জানা গিয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েও আবেদন করা যাবে। আলাদা করে অ্যাকাউন্ট করার দরকার নেই।

আবেদন করার সময় আবশ্যিকভাবে জমা দিন এক কপি রঙিন পাসপোর্ট ছবি, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ড, আধার, ভোটার, রেশন কার্ডের জেরক্স, তপশিলি জাতি অথবা উপজাতির শ্রেণীভূক্ত হলে তার শংসাপত্রের জেরক্স।