এই দিন থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, আবেদন করা যাবে সরকারি প্রকল্পে

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় কর্মসূচির মধ্যে অন্যতম হলো দুয়ারে সরকার। রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার ফিরে আসার কারণ হিসাবে বিশেষজ্ঞরা এই দুয়ারে সরকার কর্মসূচিকে অন্যতম কারণ হিসেবে মনে করেন।

ভোটের আগে তৃণমূল সরকার রাজ্যে আমজনতার দোরগোড়ায় পৌঁছানোর জন্য এই দুয়ারের সরকার কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ নিজেদের বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করার সুযোগ পান। হাতের কাছে এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ মন জয় করে রাজ্যের বাসিন্দাদের।

সরকারে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এই দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে না। বছরে অন্তত পক্ষে দুটি কর্মসূচি গ্রহণ করা হবে। সেইমতো আগামী দিনে ফের এই কর্মসূচি কবে গ্রহণ করা হবে তা সরকারিভাবে ঘোষণা করা হলো। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসে ফের এই কর্মসূচি গ্রহণ করা হবে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রথম দফায় এই কর্মসূচি গ্রহণ করা হবে ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফায় ফের এই কর্মসূচি গ্রহণ করা হবে ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই কর্মসূচির সমস্ত সমস্যা নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

এই দুয়ারে সরকার কর্মসূচিতে আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আবেদন করা যাবে। শেষ দুয়ারে সরকার কর্মসূচিতে ঝড় তুলেছিল রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। তবে সরকারি সূত্রে জানা যাচ্ছে, বছরে অন্তত পক্ষে চার মাস অন্তর অন্তর দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।