সাধারণ মানুষদের জন্য বিশাল সুখবর, আরও সস্তা হচ্ছে রান্নার তেল

নিজস্ব প্রতিবেদন : বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে গত কয়েক মাস ধরেই লাগাতার বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। রান্নার গ্যাস থেকে শুরু করে অন্যান্য জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় এই সকল জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় না বিশ্বাস হয়ে উঠছে আমজনতার। তবে এসবের মাঝেই স্বস্তি দিচ্ছে রান্নার তেলের দাম।

রান্নার তেলের দাম মাস কয়েক আগেই আকাশছোঁয়া হয়ে যাওয়ার পর কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ নেয়। সেই সকল পদক্ষেপের ফলাফল হিসাবে রান্নার এই তেলের দাম কমবে বলেই আশা করা হচ্ছিল। তারই ফলাফল স্বরূপ গত কয়েকদিন ধরেই লিটার প্রতি ৩০ টাকা পর্যন্ত দাম কম হয়েছে। এবার রান্নার এই তেলের দাম আরও কম হবে বলেই জানা যাচ্ছে।

রান্নার তেলের ক্ষেত্রে পাম তেলের দাম কমতে চলেছে তা নিয়ে কোন সংশয় নেই। কারণ ভারতে যে পরিমাণ পাম তেলের প্রয়োজন হয়ে থাকে তার ৬০ শতাংশ বা তার বেশি রপ্তানি করা হয়ে থাকে ইন্দোনেশিয়া থেকে। এখন এই ইন্দোনেশিয়া ৩১ আগস্ট পর্যন্ত তাদের রপ্তানি বৃদ্ধি করার জন্য রপ্তানি শুল্ক তুলে নিয়েছে। ফলে এই সময় ভারত যদি সেখান থেকে পাম তেল আমদানি করে থাকে তাহলে আমদানি শুল্ক দিতে হবে না।

অন্যদিকে এর পাশাপাশি সরষে তেলের দাম পাইকারি বাজারে আরও কমেছে। অন্যদিকে নতুন সরষে ওঠা এবং ইন্দোনেশিয়া সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতের বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি ১২৫ টাকাতেও নেমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি আদানি গ্রুপ ভোজ্য তেলের দাম আকাশছোঁয়াভাবে কমিয়েছে।

আদানি সংস্থার সয়া তেলের দাম লিটার প্রতি ৩০ টাকা কমানো হয়েছে। আগে যেখানে এর দাম ছিল ১৯৫ টাকা লিটার, সেই জায়গায় এখন তার দাম দাঁড়িয়েছে ১৬৫ টাকা লিটার। সানফ্লাওয়ার তেলের দাম ২১০ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছে লিটার প্রতি। সরষের তেলের দামের ক্ষেত্রেও লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছে এই সংস্থার তরফ থেকে। তবে অন্যান্য তেলের তুলনায় সরষে তেলের দাম খুব কম হ্রাস পেয়েছে।