উচ্চশিক্ষায় জোর মোদি সরকারের, দুটি ঘোষণায় উপকৃত হবেন কোটি কোটি পড়ুয়া

নিজস্ব প্রতিবেদন : উচ্চশিক্ষা লাভে ভাষাগত সমস্যা বহু পড়ুয়ার কাছেই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ইচ্ছা এবং মেধা থাকা সত্ত্বেও ইংরেজিতে পটু না হওয়ার দরুন বহু পড়ুয়ায় ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য পাঠ নিতে সমর্থ হন না। এবার উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ভাষাগত সমস্যা দূরীকরণের পথে হাঁটল মোদি সরকার। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে মোদি সরকারের তরফ থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ঘোষণায় প্রথম সুবিধা হিসেবে জানান, ১১ টি ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ-সুবিধা পেতে চলেছেন পড়ুয়ারা। অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশনের জন্য তথ্যপঞ্জি তৈরি করছে। ২০২০ সালে কেন্দ্র সরকারের তরফে জাতীয় শিক্ষানীতির যে ঘোষণা করা হয়েছিল তার বর্ষপূর্তি হয় বৃহস্পতিবার। আর এই বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুচ্ছ ঘোষণার মধ্যে এই ঘোষণা অন্যতম।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঘোষণায় এই ১১ টি ভাষার মধ্যে রয়েছে হিন্দি, বাংলা, তেলুগু, মরাঠি সহ আরও সাতটি আঞ্চলিক ভাষা। দেশের আট রাজ্যে ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত পড়াশোনার তথ্যকে অনুবাদ করার জন্য অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন একটি ব্যবস্থা চালু করছে।

পাশাপাশি দ্বিতীয় বড় ঘোষণা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জানান, মেডিকেল নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে অনগ্রসর এবং ওবিসি ও আর্থিক ভাবে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে ২৭ শতাংশ আসন সংরক্ষন করা হবে অনগ্রসর এবং ওবিসি পড়ুয়াদের জন্য। পাশাপাশি ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের জন্য। এই ঘোষণা, বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য এই উদ্যোগ ভারতে যুগান্তকারী পদক্ষেপ।