চোখ রাঙাচ্ছে জোড়া নিম্নচাপ, টানা ৭ দিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ বুধবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যে নিম্নচাপের প্রভাব গতকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। আর এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।

তবে এখানেই শেষ নয়, এই নিম্নচাপের পরিসমাপ্তি ঘটতে না ঘটতেই আরও একটি নিম্নচাপ চোখ রাঙাতে শুরু করেছে। দ্বিতীয় নিম্নচাপটি দিন কয়েকের মধ্যেই ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর এই জোড়া নিম্নচাপের জেরে আগামী ছয় থেকে সাত দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মুষলধারে বৃষ্টি দেখা মিলবে বলে মনে করছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, জোড়া এই নিম্নচাপের জেরে গত ১৯ আগস্ট থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি হতে পারে ২৫ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি ধীরে ধীরে পশ্চিমের দিকে সরবে। আর আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উঠবে। অন্যদিকে দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের ২৩ তারিখ। যে কারণে ৭ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অফিসের তরফ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জোড়া এই নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়বে যেসকল জেলাগুলোতে সেগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়াতে। বাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রভাব লক্ষ্য করা যাবে।