The facilities of an Indian MP will surprise you: এতদিন ধরে গোটা দেশ সরগরম ছিল লোকসভা নির্বাচন নিয়ে। সবেমাত্র শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। এমনকি এর ফল প্রকাশ হয়েছে চলতি মাসের ৪ তারিখ। এই লোকসভা ইলেকশনে মোট ৫৪৩ জন সাংসদ নির্বাচিত করে ফেলেছে জনতা। এবার তাদের লোকসভায় পা রাখার পালা। তবে জানেন কি আপনাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা কত টাকা বেতন পায় (MP Facilities) ? আমাদের দেশের সাংসদরা কি কি বাড়তি সুবিধা পায় আসুন জেনে নিই চটজলদি।
চলতি বছরের লোকসভা ইলেকশনে আবারো জয়লাভ করেছে NDA। তারা পেয়েছে মোট ২৯৩টি আসন এবং INDIA-র ঝুলিতে গিয়েছে ২৩৫টি আসন।অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন নির্দল প্রার্থীও। এই বছরের লোকসভা নির্বাচনে কিন্তু জয়লাভ করেছে বহু তারকা প্রার্থী এবং অন্য পেশা থেকে রাজনীতিতে আসা ব্যক্তিত্বরাও। তারা একেবারে প্রথমবারের জন্য সাংসদ পদ লাভ করে সংসদে পা রাখতে চলেছে। দেশের জনগণ স্বাভাবিকভাবেই কৌতূহলী এদের প্রাপ্য পরিষেবা নিয়ে (MP Facilities) । চলুন দেখি নিই কি কি পরিষেবা পায় ভারতের সংসদরা?
১. এদেশের সংসদের প্রতি মাসে বেতন হলো এক লক্ষ টাকা। তবে ২০১৮ সালে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের মাসিক বেতন বৃদ্ধি পেয়েছিল। আসলে মূল্যবৃদ্ধির কারণেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
২. যদি সাংসদরা নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে সেক্ষেত্রে গাড়ির তেলের খরচের টাকা তারা পেয়ে যাবে ( MP Facilities)।
৩. এমনকি দেশের সাংসদদের সংসদে উপস্থিত থাকার জন্য দিল্লিতে থাকতে হয়। সেক্ষেত্রে প্রত্যেক সাংসদকে রাজধানীর অভিজাত এলাকায় পাঁচ বছরের জন্য বাংলো বাড়ি দেওয়া হয়। কিন্তু বাড়িটি কেমন হবে অর্থাৎ বাড়িটির আকার, অবস্থান নির্ভর করে একজন কতবার সাংসদ নির্বাচিত হয়েছেন, তার উপর। তবে প্রবীণ সংসদেরা দিল্লির সব থেকে গুরুত্বপূর্ণ এলাকায় থাকার সুযোগ পান।
৪. যদি সাংসদরা কোন রকম সরকারি জায়গায় থাকতে ইচ্ছুক না থাকে তাহলে তাদের বাড়িভাড়া হিসেবে দুই লাখ টাকা দেওয়া হয়( MP Facilities)।
৫. এছাড়া সাংসদ এবং তাঁর পরিবারের সদস্যরা সরকারি স্বাস্থ্য প্রকল্পের অধীনে একেবারে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে। দেশের যেকোনো সরকারি এবং বেসরকারি হাসপাতালে তারা এই সুযোগ পেতে পারে।
৬. খরচ বাবদ একজন সাংসদকে দেড় লাখ টাকা দেওয়া হয় এবং এছাড়াও তারা বাড়তি পরিষেবা হিসাবে বাড়িতে এবং দফতরে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন( MP Facilities)।
৭. পাশাপাশি এদের দেওয়া হয়ে থাকে বার্ষিক ৫০ হাজার ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা।
৮. একজন সাংসদ বিনামূল্যে চার হাজার কিলোলিটার জলও পেয়ে থাকেন ( MP Facilities)।
৯. এদেশে যারা প্রাক্তন সাংসদ তারা প্রতি মাসে ২৫ হাজার টাকা পেনশন হিসাবে পান। যদি সাংসদদের কার্যালয়ের সময়সীমা বৃদ্ধি পায় সেক্ষেত্রে তাদের পেনশন এর বৃদ্ধি ঘটে।
১০. এছাড়াও এদেশের সাংসদেরা একাধিক ভাতা পান। লোকসভার সাংসদেরা তাঁদের সংসদীয় এলাকায় পরিষেবা প্রদানের জন্য প্রায় ৭০ হাজার টাকা ভাতা পান প্রত্যেক মাসে। নিজের এলাকায় সংসদীয় কার্যালয় খোলা এবং সেখানকার কর্মীদের বেতন দেওয়ার জন্য এই ভাতা প্রদান করা হয়।
১১. একজন সাংসদ প্রত্যেক মাসে ৬০০০০ টাকা করে ভাতা পান ( MP Facilities) নিজের খরচ চালানোর জন্য। সাংসদরা তাদের অনুপস্থিতিতে যাতে কর্মী নিয়োগ করতে পারে সেই জন্য এই ভাতা প্রদান করা হয়।
আরও পড়ুন ? Modi VS Nehru: নেহেরুই ছিলেন শেষ, তারপর মোদি! স্বাধীন ভারতে আর কেউ নেই দুজনের ধারেকাছে
১২. পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি এবং অধিবেশনে অংশ নেওয়ার জন্য ভারতের সাংসদেরা দিনে দু’হাজার টাকা করে ভাতা পান। রাজনীতিক ব্যয় এবং খাওয়া-দাওয়ার কথা চিন্তা-ভাবনা করেই এই ভাতা প্রদান করা হয় তাদের।
১৩. সাংসদরা দেশের মধ্যে বছরে ৩৪ বার বিনামূল্যে বিমান সফর করতে পারবেন। এছাড়াও এই বিনামূল্যে বিমান সফর করার সুযোগ তাদের পরিবারের পরিবারের সদস্যরাও পাবে।
১৪. এছাড়াও সারা জীবন তারা ট্রেনের প্রথম শ্রেণীর কামরাতে সফর করতে পারবেন( MP Facilities)। ব্যক্তিগত কাজে কোথাও গেলেও বিনামূল্যে এই ট্রেন পরিষেবা মেলে।