Voter তালিকায় নাম তোলা, সংশোধনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন : ভোটার তালিকায় নাম তোলা, ভোটার তালিকায় নাম সংশোধন বা বিয়োজনের জন্য নতুন করে দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। ২০২০ সালের পয়লা জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে তাদের সকলের নাম ভোটার তালিকায় তুলতে চাইছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অফলাইনে করা হবে। ভোটার তালিকায় নাম তুলতে অথবা সংশোধন করতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য প্রতিটি বুথে সেন্টারের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও আগের মতো বুথ লেভেল অফিসার (বিএলও)-দের কাছেও এই ফর্ম মিলবে।

আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। ১৬ ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি চলবে আগামী বছরের ১৫ ই জানুয়ারি পর্যন্ত। প্রতিবছর ভোটার তালিকায় নতুন করে নাম সংযোজন ও সংশোধনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে, নতুন ভোটারদের তালিকা নাম তোলার জন্য ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। ভোটার কার্ডের কোনরকম ত্রুটি সংশোধনের জন্য ৮ নাম্বার ফর্ম ফিলাপ করতে হবে। ভোটার তালিকা থেকে নাম বিয়োজনের জন্য গ্রাহকদের ৭ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। আর ভোটার তালিকা থেকে ঠিকানা পরিবর্তনের জন্য ৮(ক) ফর্ম ফিলাপ করতে হবে।