মাত্র ৬৩৩ টাকায় রান্নার গ্যাস, নতুন সিলিন্ডারের রয়েছে বাড়তি সুবিধাও

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯২৬ থেকে হাজার টাকা পার করেছে। গ্যাস সিলিন্ডারের এই মূল্য বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই নাজেহাল অবস্থা মধ্যবিত্ত পরিবারের সদস্যদের। তবে এমত অবস্থায় নতুন এক ধরনের সিলিন্ডার এনেছে গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেন, যা দামেও কম এবং সুবিধাও দিচ্ছে বাড়তি।

নতুন এই গ্যাস সিলিন্ডার হলো কম্পোজিট গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডার অন্যান্য লোহার গ্যাস সিলিন্ডারের তুলনায় অনেক হালকা এবং সুরক্ষিত। পাশাপাশি এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারে ১০ কেজি রান্নার গ্যাস থাকে। অন্যদিকে এই গ্যাস সিলিন্ডারে কেন্দ্র সরকারের ভর্তুকি পাওয়া যায় না।

কেন্দ্র সরকারের ভর্তুকির ক্ষেত্রেও জানিয়ে রাখা ভাল, নভেম্বর মাসে যে সকল গ্রাহকরা ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ৯২৬ টাকা থেকে হাজার টাকা বা তার বেশি দামে কিনেছেন তারা ভর্তুকি হিসেবে পেয়েছেন মাত্র ১৯ টাকা ৫৭ পয়সা। সুতরাং অল্প টাকার ভর্তুকি না নিয়ে যারা সুরক্ষিত গ্যাস সিলিন্ডার বাড়িতে আনতে চান তাদের জন্য এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার অতিরিক্ত সুবিধা দেবে।

কম্পোজিট গ্যাস সিলিন্ডার দু’ধরনের হয়ে থাকে। একটি হল ৫ কেজি ওজনের এবং অন্যটি হল ১০ কেজি ওজনের। এই কম্পোজিট সিলিন্ডারের ওজন লোহার সিলিন্ডারের ওজনের তুলনায় অনেক কম। যে কারণে এই গ্যাস সিলিন্ডার এদিক-ওদিক করার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। এমনকি বাড়ির মহিলারাও খুব সহজে এই গ্যাস সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন।

এর চেয়েও বড় সুবিধা হল, এই গ্যাস সিলিন্ডারগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাইরে থেকেই বোঝা যাবে আর কত গ্যাস বেঁচে রয়েছে। সিলিন্ডারে বেঁচে থাকা গ্যাসের পরিমাণ বাইরে থেকে বুঝতে পারার কারণে হঠাৎ গ্যাস শেষ হয়ে যাওয়ার ভয় থাকে না। প্রয়োজনমতো সময়ে গ্যাস সিলিন্ডার আনা যাবে। পাশাপাশি এই গ্যাস সিলিন্ডারে মরচে পড়ার মতো কোনো সম্ভাবনা নেই। যে কারণে বাড়ির মেঝেতে দাগ পড়ার সম্ভাবনা থাকে না। পাশাপাশি এই সিলিন্ডার লোহার সিলিন্ডারের তুলনায় অনেক বেশি সুরক্ষিত বলে দাবি করছে সংস্থা।

আপনার এলাকায় এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে কিনা তা জানা যাবে অনলাইনেই। https://iocl.com/composite-cylinder ওয়েবসাইট থেকে এই তথ্য গ্রাহকরা পেতে পারেন। যে সকল গ্রাহকরা নতুন করে এই কম্পোজিট সিলেন্ডার নিতে চান তাদের ১০ কেজি সিলিন্ডারের জন্য এককালীন ৩,৩৫০ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের জন্য এককালীন ২,১৫০ টাকা দিতে হবে। পুরাতন গ্রাহকরা তাদের পুরাতন গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে এই গ্যাস সিলিন্ডার নিতে পারেন, সে ক্ষেত্রে তাদের ৫ কেজি ও ১০ কেজি দুটি সিলিন্ডারের ক্ষেত্রে যথাক্রমে এককালীন ১৫০ টাকা ও ১৩৫০ টাকা দিতে হবে।