ডিজিট্যাল রেশন কার্ডে নাম নথিভুক্তিকরণ, সংশোধন সংক্রান্ত বিশেষ ঘোষণা রাজ্য সরকারের

আগেকার সাধারণ রেশন কার্ড থেকে ডিজিটাল রেশন কার্ডে পরিবর্তনের পর নানান সমস্যায় জর্জরিত রাজ্যের সাধারণ বাসিন্দারা। শুধু সমস্যাই নয়, অনেক ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড নিয়ে নানান অভিযোগ তুলেছেন নাগরিকরা। ডিজিটাল রেশন কার্ড নিয়ে নতুন করে নাম নথিভুক্তিকরণ, সংশোধন অথবা ঠিকানা পরিবর্তনের জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার।

রেশনের সুবিধা পেতে কারা দরখাস্ত করবেন?

আপনি যদি গ্রাম্য এলাকায় বাস করেন এবং স্বতঃ-বহির্ভুক্তির নিম্নলিখিত সূচকগুলির কোনওটির মধ্যে না পড়েন, তাহলে দরখাস্ত করুন

  • যন্ত্র চালিত দুই চাকা/তিন চাকা/চার চাকা বিশিষ্ট গাড়ি/মাছ ধরার নৌকা (যার জন্য নথিভুক্তির প্রয়োজন)।
  • যান্ত্রিক দুই চাকা/তিন চাকা চালিত কৃষি-কর্মে ব্যবহৃত উপকরণ যথা ট্রাক্টর, হারভেস্টার প্রভৃতি।
  • সেই পরিবার যার কোনও একজন সদস্য রাজ্য/কেন্দ্র/রাষ্ট্রায়ত্ত/সরকারি সহায়তা প্রাপ্ত স্ব-শাসিত বা স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন-গেজেটেড কর্মচারী।
  • অকৃষি উদ্যোগ হিসাবে সরকারের কাছে নথিভুক্ত পরিবার।
  • যে পরিবারের কোনও একজন সদস্যের মাসিক আয় ১৫,০০০/- টাকার অধিক।
  • আয়কর বা বৃত্তিকর প্রদান করেন এমন ব্যক্তি।
  • ৩ বা তার বেশি ঘর যার পাকা দেওয়াল ও ছাদ রয়েছে এমন পরিবার।
  • ফ্রিজ রয়েছে এমন পরিবার
  • ল্যান্ড-লাইন টেলিফোন রয়েছে এমন পরিবার।
  • ২.৫ একরের বেশি সেচ সেবিত জমি এবং অন্তত একটি ডিজেল বা বিদ্যুৎ চালিত জল সেচের যন্ত্র রয়েছে এমন পরিবার।
  • ২.৫ একর বা তার অধিক দো-ফসলি বা তিন-ফসলি সেচ সেবিত জমি রয়েছে এমন পরিবার।

আপনি যদি শহরাঞ্চলে বাস করেন এবং নিম্নলিখিত
স্বতঃ বহির্ভুক্তির সূচকগুলির কোনওটির মধ্যে না পড়েন, তাহলে দরখাস্ত করুন

  • তিন বা তার বেশি কক্ষ বিশিষ্ট পাকা দেওয়াল ও ছাদ যুক্ত বাড়ি রয়েছে এমন পরিবার।
  • নীচের ভােগ্যপণ্যগুলির মধ্যে কোনও একটি আছে এমন পরিবার

ক) চার চাকা বিশিষ্ট মোটর গাড়ি

খ) শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (AC Machine)

গ) ইন্টারনেটের সুবিধাযুক্ত Computer বা Laptop

  • নীচের ভােগ্যপণ্যগুলির মধ্যে যে কোনাে তিনটি আছে এমন পরিবার

ক) রেফ্রিজারেটর।
খ) ল্যান্ডলাইন টেলিফোন।
গ) ওয়াশিং মেশিন।
ঘ) দুই চাকা বিশিষ্ট মোটর গাড়ি।

  • সেই পরিবার যার কোনও একজন সদস্য রাজ্য/কেন্দ্র রাষ্ট্রায়ত্ত/সরকারি সহায়তা প্রাপ্ত স্ব-শাসিত বা স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন-গেজেটেড কর্মচারী।
  • আয়কর বা বৃত্তিকর প্রদান করেন এমন ব্যক্তি।

কিভাবে দরখাস্ত করবেন?

  • উপরিউক্ত বহির্ভুক্ত সূচকগুলির বাইরে যদি কেউ এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড না পেয়ে থাকেন, তাহলে আবেদন করুনঃ

U ফর্ম – পৌর এলাকার জন্য এবং R ফর্ম – পঞ্চায়েত এলাকার জন্য।

  • ফর্ম নাম্বার ৩ – আপনার পরিবারকে ভর্তুকিযুক্ত খাদ্য প্রাপকের তালিকায় অন্তর্ভুক্তির জন্য।
  • ফর্ম নাম্বার IV – পরিবারের নতুন সদস্য সংযোজন করার জন্য।
  • ফর্ম নাম্বার V – নাম বা ঠিকানার ভুল সংশোধন করার জন্য।
  • ফর্ম নাম্বার VI – ডিলার পরিবর্তনের জন্য
  • ফর্ম নাম্বার VI – কার্ড বাতিল করার জন্য।
  • ফর্ম নাম্বার VIII – RKSY-I থেকে RKSY-II এ পরিবর্তন করার জন্য আবেদন। (যাদের পূর্বে BPL/AAY কার্ড ছিল)।
  • ফর্ম নাম্বার IX – ডুপ্লিকেট কার্ড (হারিয়ে বা নষ্ট হয়ে গেলে)।

৯ই সেপ্টেম্বর ২০১৯ থেকে ২৭শে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত (ছুটির দিন বাদে এবং সকাল ১০.৩০মিঃ থেকে বিকেল ৫টা পর্যন্ত) পঞ্চায়েত এলাকার জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন (BDO Office), মিউনিসিপ্যালিটি এলাকার জন্য সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি অফিস বা কর্পোরেশন এলাকার জন্য বরো অফিসে, যে সমস্ত যােগ্য ব্যক্তি এখনও ডিজিটাল রেশন কার্ড পাননি তাদের দরখাস্ত গ্রহণ এবং যাদের রেশন কার্ড সংক্রান্ত কোন পরিবর্তন/সংশোধন প্রয়োজন তার জন্য বিশেষ শিবিরের আয়োজন চলছে।

বিঃদ্রঃ – এই রেশন কার্ড আপনার বাড়িতে যাবে ডাকের মারফতে, কারোর হাত দিয়ে নয়। রেশন কার্ড সংক্রান্ত প্রতিবেদনটি রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তি থেকে জনসাধারণের সুবিধার্থে দেওয়া হলো।