ইংরেজিতে ফেব্রুয়ারি বানান লিখতে পারলেন না সরকারি স্কুলের শিক্ষক, রইলো ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সেকি কাণ্ড! একটি সরকারি স্কুলের শিক্ষককে কেবলমাত্র ফেব্রুয়ারি বানান ইংরেজিতে লিখতে বলা হয়েছিল। আর তাতেই গলদঘর্ম অবস্থা শিক্ষকের। হাজার চেষ্টা করেও সফলতা আসেনি, এমনকি ওই স্কুলের ছাত্রীও ইংরেজিতে ফেব্রুয়ারি বানানটুকু লিখতে ব্যর্থ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই লক্ষ্য করা গিয়েছে এক সরকারি স্কুলের শিক্ষক ইংরেজিতে ব্লাকবোর্ডে ফেব্রুয়ারি বানান লিখতে কার্যত নাস্তানাবুদ। সরকারি স্কুলের ওই শিক্ষকের পাশাপাশি স্কুলের পড়ুয়ারাও ইংরেজিতে এই ফেব্রুয়ারি বানান লিখতে সক্ষম হয়নি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, এক সাংবাদিক ওই সরকারি স্কুলে গিয়ে এক ছাত্রীকে বোর্ডে জানুয়ারি, ফেব্রুয়ারি বানান ইংরেজিতে লিখতে বলেন। ওই ছাত্রী প্রথমে জানুয়ারি বানান ইংরেজিতে সঠিকভাবে লিখে দিলেও ফেব্রুয়ারি বানান ভুল লেখে। তখন ওই সাংবাদিক শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, বানানটি ঠিক আছে কিনা?

ওই সরকারি স্কুলের শিক্ষক তৎক্ষণাৎ বুঝতে পারেন ফেব্রুয়ারি বানানটা ওই ছাত্রী ভুল লিখেছে। সেটিকে সংশোধন করে সঠিক লেখার জন্য যান ওই শিক্ষক। কিন্তু তা ঠিক করতে গিয়েই বেজায় বিভ্রান্তিতে পড়েন ওই শিক্ষক। বার তিন চারেক চেষ্টা করেও ওই শিক্ষক ইংরেজিতে ফেব্রুয়ারি বানান ঠিক করতে পারেননি।

কিন্তু প্রশ্ন হল এমন ঘটনাটি কোথাকার? জানা গিয়েছে এই ঘটনাটি ঝাড়খন্ডের কোন একটি সরকারি স্কুলের। ওই সরকারি স্কুলের শিক্ষকই এইভাবে নাজেহাল হয়ে যান ইংরেজিতে ফেব্রুয়ারি বানান লিখতে। তারপরেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে এই ভিডিও দেখার পর অনেকেই দাবি করেছেন, শুধু ঝাড়খন্ড কেন বহু জায়গা রয়েছে যেখানে এমন শিক্ষকদের অভাব নেই।