Bank Merging: উঠে যাবে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, মিশবে অন্য ব্যাঙ্কের সঙ্গে! ফের ব্যাঙ্ক মার্জিং নিয়ে জোর জল্পনা

Prosun Kanti Das

Published on:

Grameen Bank is merging with another bank: আবারো হতে চলেছে ব্যাংক মার্জিং (Bank Merging)। অর্থাৎ বেশ কিছু ব্যাংককে মূল স্পন্সর ব্যাংকের সাথে যুক্ত করা হতে পারে। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। মূলত ব্যাংকগুলির ২ টি ইউনিয়ন এআইবিইএ এবং এআইবিওসি সমগ্র আরআরবি অর্থাৎ আঞ্চলিক ব্যাংকগুলিকে স্পন্সর ব্যাংকের সাথে যুক্ত করার আবেদন জানিয়েছে। ব্যাঙ্কগুলির সামগ্রিক দক্ষতা এবং কার্যকারিতা আরো সুগঠিত করতে এমন আবেদন করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ভারতীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি পাঠানো হয়েছে ব্যাংক ইউনিয়নগুলির তরফ থেকে। আঞ্চলিক ব্যাংকগুলির উপর নিয়ন্ত্রণ তুলে নিয়ে সেগুলিকে স্পন্সর ব্যাংকের সাথে যুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে সেই চিঠিতে। স্পন্সর ব্যাংক হিসেবে যুক্ত করে সেখানকার নিয়ম অনুযায়ী আঞ্চলিক ব্যাংকগুলি চালানো হলে, ব্যাঙ্কগুলির কর্মক্ষমতা আরো অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগেই সারা ভারতব্যাপী একাধিক ব্যাংক মার্জিং (Bank Merging) করা হয়েছিল। আবারো সেই একই প্রস্তাব তুলেছে। আরআরবিগুলির যুক্তিগত উন্নতির প্রয়োজন, পরিকাঠামোগত উন্নতির প্রয়োজন। স্পন্সর ব্যাংকগুলির সাথে যুক্ত করলে তবেই এই কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব বলে মনে করছে ব্যাংক ইউনিয়নগুলি। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এবং অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন দুপক্ষই স্পন্সর ব্যাংককে যুক্ত করার আবেদন জানিয়েছে। আঞ্চলিক ব্যাংকে প্রযুক্তিগত উন্নতির কাজ শুরু হয়ে গেছে আরআরবির প্ল্যাটফর্মকেও উচ্চ সংস্করণের আওতায় আনতে আপগ্রেডেশনের কাজ চলছে প্রায় ৪৩টি ব্যাংকে।

আরআরবিগুলিকে তাদের স্পনসর ব্যাংকের সাথে যুক্ত (Bank Merging) করা হলে, সেখানকার কর্মীদের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তাছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী কাজ শুরু হলে, আরআরবি কর্মীদের কর্মদক্ষতা অনেক বৃদ্ধি পাবে। এছাড়া প্রায় গত ৪৫ বছর ধরে প্রতিটি আঞ্চলিক ব্যাংক স্পন্সর ব্যাংকের সাংস্কৃতির সাথে মিলিয়েই কাজ করছে। সমস্ত সুবিধা ভোগ করছে। এমনকি আধিকারিক এবং কর্মীদের বেতনের আঞ্চলিক ও স্পনসর ব্যাংকের সমান তাহলে সমস্ত নিয়ম এবং কর্মদক্ষতা সমান হওয়া বাঞ্ছনীয়।

আরও পড়ুন 👉 Micro ATM: এসে গেল Micro ATM, শুরু করে ফেলুন ব্যবসা, প্রতিদিন হবে ২০০০ টাকা রোজগার

৪৩ টি আঞ্চলিক ব্যাংক স্পন্সর ব্যাংকের সাথে যুক্ত (Bank Merging) করলে একাধিক সুযোগ-সুবিধা পাবে আঞ্চলিক ব্যাংকগুলিও। স্পনসর ব্যাংকগুলির গ্রামীণ প্রচারের জন্য আঞ্চলিক ব্যাংকগুলি তৈরি করা হয়েছিল। আঞ্চলিক অর্থনীতির উন্নতি ঘটাতে চাইলে, স্পন্সর ব্যাংকের আর্থিক পরিস্থিতির সাথে আঞ্চলিক ব্যাংকের অর্থনীতির মেলবন্ধন ঘটানো প্রয়োজন। আঞ্চলিক ব্যাংকগুলির ক্ষেত্রেও জবাবদিহি করতে হবে ব্যাংকগুলিকে। ফলে আঞ্চলিক ব্যাংকগুলির সুশাসন সম্ভব হবে। অনেক ক্ষেত্রেই অভিযোগ থাকে আঞ্চলিক ব্যাংকে সঠিক নিয়মে কাজ করা হয় না। স্পন্সর ব্যাংকের সাথে যুক্ত হলে সেই সমস্যা মেটানো সম্ভব হবে। এছাড়া লোনের ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা পাবে আঞ্চলিক ব্যাংকগুলি। গ্রামীন এলাকাতে সবথেকে বেশি লোন নেবার প্রবণতা দেখা যায় সে ক্ষেত্রে আঞ্চলিক ব্যাংক ও স্পন্সর ব্যাংকের সংযুক্তিকরণের মধ্য দিয়ে ঋণ দানের পরিকাঠামোকে আরো মজবুত করে তোলা সম্ভব বলে মনে করছে ব্যাংক ইউনিয়ন।

সমগ্র ভারতজুড়ে মোট ৭০২ জেলায় অবস্থিত একাধিক আঞ্চলিক ব্যাংক। মোট ১২ টি স্পনসর ব্যাংকের আওতায় রয়েছে প্রায় ৪৩ টি আরআরবি। এই আরআরবিগুলি মোট ২২ হাজার শাখা ছড়িয়ে রয়েছে সর্বত্র। সমস্ত শাখা মিলে আমানতের পরিমাণ প্রায় ৩০ কোটি। এই ব্যাংকগুলি থেকে ঋণের অ্যাকাউন্ট রয়েছে প্রায় ৩ কোটি। আরআরবিগুলোর ৯২% শাখা মূলত গ্রামীণ অঞ্চল অথবা মফস্বল অঞ্চলে অবস্থিত। একমাত্র বেসরকারি ব্যাংক হিসেবে জম্মু-কাশ্মীর ব্যাংক আরআরবি স্পন্সর করে থাকে। এছাড়াও আধা সরকারি ব্যাংকগুলোর মধ্যে পিএনবি এবং সিন্ধু ব্যাংক বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি ব্যাংক একাধিক আরআরবি স্পন্সর করে। প্রত্যেকটি আরআরবির ৫০ শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রের কাছে। স্পনসর ব্যাংকগুলির কাছে রয়েছে ৩৫% এবং রাজ্য সরকারের কাছে থাকে মাত্র ১৫ শতাংশ শেয়ার।