Holi Metro Timings Kolkata: দোলের দিনে কখন চলবে মেট্রো? কোন কোন রুটে বন্ধ থাকবে পরিষেবা?

Holi Metro Timings Kolkata: মেট্রোর দ্রুত পরিষেবার কারণে অন্যান্য পরিবহণ এর তুলনায় এর চাহিদা অনেক বেশি। ইতিমধ্যেই যাত্রী সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে বিভিন্ন জায়গায় মেট্রো লাইন সম্প্রসারণ এর কাজ চলছে। নিত্যদিন বহু যাত্রযাত্রী মেট্রোর সুবিধা গ্রহণ করেন। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দোলের দিন সকাল বেলা তিনটি রুটেই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। পরিষেবা চালু হবে দুপুর পৌনে তিনটে নাগাদ। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের যে শেষ মেট্রো পাওয়া যায় তার সময়ে কোনও পরিবর্তন হয়নি।

সামনেই দোল পূর্ণিমা। গোটা শহর মেতে উঠবে রঙের মেলায়। এবছর দোল পূর্ণিমা ও হোলি পড়েছে একইদিনে। স্কুল, কলেজ, অফিস ছুটি থাকার কারণে যাত্রী সংখ্যাও কম হবে মেট্রোতে। যাত্রী সংখ্যা কম হবে বলেই মেট্রো রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে শুক্রবার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেয়। অপরদিকে কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটের সময়। তবে দুইদিক থেকে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। রোজ দক্ষিণেশ্বর কবিসুভাষ রুটে ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু শুক্রবার দোলযাত্রার দিন মাত্র ৬০ টি মেট্রো চলাচল করবে।

আরও পড়ুন: IPL 2025: দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল, নেতৃত্ব নিতে চাননি কেএল রাহুল

ছুটির দিন থাকায় শুক্রবার এসপ্ল্যানেড-হাওড়া রুটেও কম সংখ্যক মেট্রো চলবে। কারণ যাত্রী ভোগান্তির কোনও বিষয় নেই এই দিন। জানা গিয়েছে মাত্র ৪২টি মেট্রো চলবে এসপ্ল্যানেড-হাওড়া রুটে। দুই দিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটে নাগাদ। যদিও দক্ষিণেশ্বর কবিসুভাষ রুটের মেট্রোতে দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকলেও এসপ্ল্যানেড-হাওড়া রুটে রাত পৌনে নয়টার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। পনেরো মিনিট অন্তর এই রুটে মেট্রো চলাচল করবে।

অন্যদিকে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে মেট্রো সংখ্যাও কম থাকবে। মোট ২২ টি মেট্রো চলাচল করবে এই রুটে। এই রুটেও দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটে। শেষ মেট্রোর সময় এগিয়ে রাত আটটায় করা হয়েছে। আধঘণ্টা অন্তর যাত্রীরা মেট্রো পাবে। তবে এই গোটা দিন অরেঞ্জ ও পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা ও রুবি রুটে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে।