March: মার্চ ছিল প্রথম, হয়ে গেল তৃতীয়! কীভাবে ওলটপালট হয়ে গেল বছরের প্রথম মাস

How March has become the third month of the year: আমরা সকলেই জানি যে, মার্চ (March) মাস হলো ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বছরের তৃতীয় মাস। কিন্তু জানেন কি এই মাসটি একসময় বছরের প্রথম হিসাবে গণ্য করা হতো? কিন্তু তারপর কোনো এক অজানা কারণে সে পিছিয়ে পড়ে। বছরের প্রথম মাস থেকে মার্চ কিভাবে বছরের তৃতীয় মাসে পরিণত হলো? আজকের প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক সেই অজানা আশ্চর্য্য কাহিনী।

তবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে একটু ইতিহাসের পাতা উল্টেপাল্টে দেখতেই হবে। আর সেটা করলেই আপনি জানতে পারবেন যে মার্চ (March) শব্দটি এসেছে লাতিন শব্দ মার্টিয়াস থেকে। লাতিন ভাষা অনুসারে মার্টিয়াস হলেন রোমানদের যুদ্ধের দেবতা। তাই দেবতা মার্টিয়াসের নাম অনুসারে এই মাসের নাম হয় মার্চ। প্রাচীনকালে রোমান ক্যালেন্ডারে বছরের প্রথম মাসের নাম ছিল মার্চ। তবে তখন রোমান ক্যালেন্ডার অনুসারে বছরে বারোটি মাসের বদলে দশটি মাস ছিল। যদিও এই নামকরনের পিছনেও লুকিয়ে আছে এক ইতিহাস।

শীতপ্রধান ইউরোপে মার্চ (March) মাস থেকে গরম পড়তে শুরু করে। প্রবল শীতের কারণে গোটা ইউরোপে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। তাই প্রাচীনকালে মার্চ মাসে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশগুলিকে আক্রমণ করতো। শুরু হতো যুদ্ধ। তাই মার্চ মাসের নামকরণ করার জন্য এমন কোনো নাম খোঁজা হয় যার মধ্যে অফুরন্ত উদ্যম, উদ্দীপনা এবং স্ফূর্তি লুকিয়ে থাকবে।

আরও পড়ুন 👉 30th Feb: শুধু ২৯ নয়, বিশ্বে মাত্র একবার এসেছিল ৩০ ফেব্রুয়ারি! কোন বছর ছিল সেই দিন

তাছাড়া এটি বছরের প্রথম মাস হওয়ার দরুন এই মাসটির নামকরণ করার আগে অনেক ভাবনাচিন্তা করা হয়েছিল। প্রাচীন ইউরোপের আলেকজান্দ্রিয়ার বাসিন্দা সোসিজেনে নামক একজন জ্যোতির্বিজ্ঞানী এই মার্চ মাসটির নামকরণ করেছিলেন। রোমান সম্রাট জুলিয়াস সিজার স্বয়ং ৪৬ খ্রীষ্ট পূর্ব সালে মার্চ নামটিতে সিলমোহর প্রদান করেন। দুর্ভাগ্যবশত এই মাসটিতেই তাকে হত্যা করা হয়।

তবে বলাবাহুল্য যে এখনো পর্যন্ত অনেক সংস্কৃতি এবং ধর্ম অনুযায়ী মার্চ (March) মাসকে বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হয়। এখনো পর্যন্ত ইরানে ২১ মার্চ তারিখটি বছরের প্রথম দিন হিসাবে বিবেচিত হয়। কিন্তু বছরে দশটি মাস হওয়ার কারণে মাসের দিনগুলির সংখ্যায় সামঞ্জস্য ছিল না। সেই কারণে পরবর্তীকালে বছরে আরো দুটি মাস যুক্ত করে বারো মাস করা হয়। সেই মোতাবেক মার্চের আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিকে জুড়ে দেওয়া হয়।