সময়ের পরিবর্তনকে ভারতীয় রেল উন্নতির শীর্ষে পৌঁছেছে। দেশের বুকে প্রত্যেকটি ছোট বড় স্টেশনকে সাজিয়ে তুলতে রেলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বাদ যাচ্ছে না অত্যাধুনিক ট্রেন তৈরির কাজও। কোটি কোটি টাকা খরচেও পিছু পা হচ্ছে না কেন্দ্রীয় সরকার। আর সেই অত্যাধুনিক ট্রেনের কথা বললেই মনে পড়ে নমো ভারতকে। এই ট্রেনের দ্রুততা, নজর কারা লুকের ধরন অন্যান্য ট্রেনকে টেক্কা দিতে বাধ্য। এই ট্রেনের গতির কারণে খুব কম সময়েই এই ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দেওয়া সম্ভব।
এবার মনে করা হচ্ছে বাংলাও এই ট্রেন তাদের ঝুলিতে ভরতে চলেছে। সেটিও আবার ব্যস্ততম হাওড়া রেল স্টেশন থেকে। সমস্ত দিক পরিকল্পনা মাফিক এগোলে আর বেশি দেরি নেই এই ট্রেনে করে উত্তরবঙ্গ এ পাড়ি দেওয়া। সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়া-মালদা রুটে এই নমো ভারত ট্রেন খুব তাড়াতাড়ি চলাচল করবে বলে মনে করা হচ্ছে।তবে আনুষ্ঠানিকভাবে রেলের তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই এই দুই জায়গার মধ্যে ট্রেনটি চলাচল করলে যাত্রী সুবিধা আরও বাড়বে। এখন দেশের বুকে দুটি নমো ভারত র্যাপিড রেল চলাচল করছে।
আরও পড়ুন: লম্বা লাইনে দীর্ঘ সময় আর অপেক্ষা করতে হবে না যাত্রীদের! টিকিট কাউন্টারের জায়গা নিল এমইউটিএস
একটি চলছে আহমেদাবাদ থেকে ভূজ, অন্যটি চলছে জয়নগর থেকে পাটনা পর্যন্ত। এবার ভারতীয় রেলের পক্ষ থেকে হাওড়া-মালদা টাউন রুট সহ আরও কিছু রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এই ‘মিনি’ ভার্সেনটি চলাচলের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। নমো ভারত র্যাপিড রেল দ্রুত গতির ট্রেন হওয়ায় এটি হাওড়া-মালদা শহর পৌঁছাতে সময় লাগবে ৬ ঘন্টারও কম। যা ৩৩২ কিলোমিটার পথ পার করবে। সূত্র মারফত জানা গিয়েছে, নমো ভারত র্যাপিড রেল ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন এবং নিউ ফারাক্কা জংশন এর মতো প্রধান রেলস্টেশনগুলিতে স্টপেজ দেবে হাওড়া এবং মালদা শহরের মধ্যে যাতায়াতের সময়।
ট্রেনের ভাড়া কেমন হবে তার ওপর নির্ভর করে যাত্রী সংখ্যা। খুব বেশি ভাড়া হলে যাত্রীরা ভ্রু কুচকায়। জানা গিয়েছে, হাওড়া-মালদা টাউন নমো ভারত র্যাপিড রেলে যাতায়াতের জন্য যে কামরা গুলি সংরক্ষিত নয় তার জন্য সম্ভবত ভাড়া ৬০০-৬৫০ টাকা হতে পারে। পাশাপাশি হাওড়া থেকে মালদা টাউন নমো ভারত র্যাপিড রেলে ১৬টি কোচ থাকার কথা রয়েছে। যাত্রী সুবিধার্থে সব কোচেই এসি থাকবে। যার ফলে নিশ্চিন্তে আরাম করে একটানা অনেকক্ষণ বসে থাকার ক্লান্তি তুলনামূলক ভাবে কম অনুভূত হবে।