IIT Baba Marksheet: ভাইরাল আইআইটি বাবার মার্কশিট! জানুন তার JEE Rank ও নম্বর

IIT Baba Marksheet: সমাজ মাধ্যমে বাবাভাঙ্গার ভবিষ্যতবাণী নিয়ে জোর চর্চা হয়। প্রচুর ভাইরালও হয় তার কথা। তার করা অনেক ভবিষ্যতবাণী মিলেও যেতে দেখা গিয়েছে অনেকসময়। তবে এখন বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী অতীত! এখন চায়ে পে চর্চার আসরে একজনেরই নাম উঠে আসে। সে হল আইআইটি বাবা।

আইআইটি বাবার আসল নাম হল অভয় সিং। তিনি আইআইটি বোম্বে থেকে এয়ার স্পেস ও অ্যারোনটিক্যাল স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করেছেন। তারপরেও তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তাই সেই থেকেই তার সঙ্গে জুড়ে গিয়েছে আইআইটি নামটি। কুম্ভমেলার সময় থেকে ভাইরাল হয়েছিল এই আইআইটি বাবা। এখনও রেশ পুরোপুরি কাটেনি। কখনও গাজা হাতে পুলিশের জালে ধরা পড়েছেন আবার কখনও নিউজ চ্যানেলের ডিবেট শো তে এসে তুমুল অশান্তি মারধর করছেন। ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে মন্তব্য করেও তিনি বির্তকে জড়িয়েছিলেন। তার করা ভবিষ্যত বাণী কার্যত ধোপে টেকেনি।

আরও পড়ুন:AC Local Train Sealdah: শিয়ালদহ থেকে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন! প্রকাশ্যে এল ভাড়া

এবার আবারও চর্চার কেন্দ্রে সেই আইআইটি বাবা। ইতিমধ্যেই তার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মার্কশিট ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা সকলের মনে নানান প্রশ্ন জাগাচ্ছে। DNA India-র প্রতিবেদন অনুযায়ী, অভয় সিং এর যে মার্কশিট সমাজ মাধ্যমে প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে দশম শ্রেণীতে তিনি ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলেন। আর দ্বাদশ শ্রেণীতে তার ঝুলিতে নম্বর ছিল ৯২.৪ শতাংশ। যা দেখে হতবাক সকলে।

একথা বলার অপেক্ষা রাখে না যে আইআইটি বাবা একজন মেধাবী ছাত্র ছিলেন। ২০০৮ সালে IIT-JEE পরীক্ষা বসেছিলেন অভয় সিং। গোটা দেশের মধ্যে ৭৩১ র‍্যাঙ্ক ছিল তার। এই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই আইআইটি বোম্বেতে ভর্তি হয়েছিলেন। মেধাবী ছাত্র হিসেবে অন্যদের মতোই পড়াশোনা শেষ করে কানাডা পাড়ি দেন তিনি। একটি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ পান। বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভয় নিজেই স্বীকার করেছেন, কানাডায় মোট তিন বছর কাজ করেছিলেন তিনি। বার্ষিক বেতন ছিল ৩৬ লক্ষ টাকা। অভয় ডিজাইনিং নিয়েও মাস্টার্স করেছেন। ফটোগ্রাফির কোর্সও করেন তিনি। ঘুরে ঘুরে ছবি তুলতেন। কিন্তু সে সবও ছেড়ে দেন। শেষে সন্ন্যাস গ্রহন করেন।

তারপর থেকেই আধ্যাত্মিক পথ বেছে নেন তিনি। মোক্ষলাভই এখন তার জীবন দর্শন। মুক্তির উপায়ে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাকে দেখে কেউ জ্ঞানী বলে কেউ আবার পাগল ভন্ড। তবে এইসব মন্তব্য এড়িয়ে যান তিনি। নিজের লক্ষেই স্থির আইআইটি বাবা। আইআইটি বম্বে-এর প্রাক্তনী গৌরব গোয়েল। অভয়ের সহপাঠী। কাছ থেকে খুটিয়ে দেখেছেন আজকের আইআইটি বাবাকে। তিনি অবাক। গৌরব বলছেন, “অভয় বরাবর টপার ছিল। কিন্তু সে যে একদিন সন্ন্যাসী হয়ে যাবে, ভাবতেও পরিনি।”