রেস্তোরাঁ থেকে আধুনিক সব সুবিধা, তাক লাগাচ্ছে ভারতীয় রেলের এই ট্রেনটি

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড হিসেবে ভারতীয় রেলের (Indian Railways) গুরুত্ব সব সময় অপরিসীম। বিভিন্ন সময় এক জায়গা থেকে অন্য জায়গা যাত্রীদের পৌঁছে দেওয়ার পাশাপাশি ভ্রমণের জন্য বিভিন্ন ট্রেন চালু করা হয়ে থাকে। সেরকমই এবার ভারতীয় রেলের তরফ থেকে এমন একটি ট্রেন চালু করা হলো যাতে রয়েছে রেস্তোরাঁ থেকে সব ধরনের অত্যাধুনিক সুবিধা।

ভারতীয় রেলের এই ট্রেনটি মঙ্গলবার দিল্লি সফদরজং থেকে রওনা দেয়। উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য এমন ট্রেনের সূচনা। একপক্ষ কাল ধরে দেশের আভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রগুলিকে প্রচারের লক্ষ্য নিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতীয় রেলের এমন টুরিস্ট ট্রেনটি হল ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন (Bharat Gaurav Train)। এক ভারত শ্রেষ্ঠ ভারত’ এবং ‘দেখো আপনা দেশ’ উদ্যোগের অধীনে এই ট্রেন চলবে। মণিপুর, মিজোরাম এবং সিকিম ব্যতীত সমস্ত পূর্ববর্তী রাজ্যগুলিতে যাবে বলে জানা যাচ্ছে। অসমের গুয়াহাটি, শিবসাগর, ফুরকাটিং এবং কাজিরাঙ্গা, ত্রিপুরার উনকোটি, আগরতলা এবং উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর এবং কোহিমা পড়বে এই ট্রেনের যাত্রা পথে।

রেলের তরফ থেকে জানা গিয়েছে ১৪ রাত এবং ১৫ দিনের সফর এই ট্রেন যাত্রা। কামাখ্যা মন্দির এবং উমানন্দ ভৈরব মন্দির এবং ব্রহ্মপুত্রের উপর সূর্যাস্ত ক্রুজে চেপে পরিদর্শন করানো হবে। এই ট্রেনটিতে সমস্ত রকম অত্যাধুনিক সুবিধা থাকার কারণে খুব সহজেই পর্যটকরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারবেন।

ট্রেনটির প্রতিটি কোচে ভারতীয় জনপ্রিয় সব খাবারের বন্দোবস্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি স্পেশাল রেস্তোরাঁ। পাশাপাশি রয়েছে আধুনিক সুবিধা সম্পন্ন বাথরুম। যাত্রীদের সুরক্ষা ও নিরাপদ যাত্রার কথা মাথায় রেখে উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।