দিনে ৪৫ টাকা করে রাখলেই মিলবে ২৫ লাখ, LIC-র এই স্কিমটি না জানলে মিস

সাধারণ মানুষের সব থেকে বড় ভরসার জায়গা হল এলআইসি (LIC) অথবা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India)। এই জীবন বীমা কোম্পানিটি হল দেশের বৃহত্তম এবং সব থেকে পুরনো বীমা কোম্পানি। ভবিষ্যতের সঞ্চয়ের জন্য এলআইসির নামই প্রথম মাথায় আসে। এই রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থাটির উপর মানুষ চোখ বন্ধ করে ভরসা করে এবং মানুষের সুবিধার্থে এলআইসি নানারকম পলিসি (Policy) বের করে থাকে। জীবন আনন্দ পলিসি তাদের মধ্যে অন্যতম।

যদি ভালো বোনাস ও সুবিধা পেতে চান তাহলে অবশ্যই করতে হবে এই জীবন আনন্দ পলিসি। এই পলিসিটির মাধ্যমে সেই সব গ্রাহকরা ভালো পরিষেবা পাবে যারা একটি নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয় করতে চান। যদি আপনি এলআইসির এই অন্যতম জীবন বীমা পলিসিটি করেন অবশ্যই তাহলে পাঁচ লাখ টাকা পাবেন। ২৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন জীবন আনন্দ নীতির মাধ্যমে।

কি করে পাবেন এই বাড়তি সুবিধা? গ্রাহককে অবশ্যই তাহলে ৩৫ বছরের জন্য পলিসিটি কিনতে হবে। বাড়তি সুবিধা পাওয়ার জন্য আপনাকে জীবন আনন্দ নীতি নামক পলিসিটিতে মাসিক ১৩৫৮ টাকা দিতে হবে। এক বছরে দিতে হবে ১৬৩০০ টাকা। তাহলে প্রতিদিন যদি ৪৫ টাকা করে জমান তাহলে আপনি এলআইসির সুবিধা পেয়ে যাবেন।

পলিসিটি কিনতে অবশ্যই প্রয়োজন হবে আপনার জরুরী নথিপত্র। আসুন জেনে নিই কি কি লাগবে এই পলিসিটি কিনতে?আপনার বৈধ মোবাইল নাম্বার, প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট নাম্বার। এলআইসির এই বিশেষ পলিসিটি করলে যদি গ্রাহক মেয়াদ শেষ হবার আগে মারা যান, তাহলে পলিসিধারির নির্বাচিত ব্যক্তি 125 শতাংশ পর্যন্ত টাকা মৃত্যুর সুবিধা হিসাবে পাবেন। নিশ্চিত ১ লাখ টাকা পাওয়া গেলেও এই পলিসিতে সর্বোচ্চ টাকার কোন সীমা নেই। তবে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনাজনিত মৃত্যু, আঘাত ও অক্ষমতার ক্ষেত্রে এই পলিসিতে কভারেজ পাওয়া যায়। তবে কোনো রকম কর ছাড় দেওয়া হয় না জীবন আনন্দ পলিসিতে।

মানুষের জীবনে জীবন বীমার গুরুত্ব অপরিসীম। জীবন বীমা করলে মৃত্যুর পর মানুষ কিছু সুবিধা পেতে পারে এমনকি দুর্ঘটনা বা গুরুতর অসুস্থ তাতেও নানা সুবিধা পেয়ে থাকে। ভাবে পলিসি হোল্ডারকে কিছু পরিমাণ টাকা অবশ্যই সঞ্জয় করতে হবে। বাড়তি সুবিধার মধ্যে অন্তেষ্টিক্রিয়ার খরচাও পাওয়া যায় এই পলিসির সুবিধা থেকেই।