IPL প্রেমীদের জন্য সুখবর, সেপ্টেম্বরেই শুরু হবে লিগ

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা আবহে বন্ধ হয়েছে একের পর এক ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উৎসব, রাজনৈতিক কর্মসূচি। আর ঠিক একইভাবে কোপ পড়েছে খেলাধুলার আঙ্গিনাতেও। বিশ্বজুড়ে এই করোনায় বাতিল করেছে একের পর এক টুর্নামেন্ট। সে ক্রিকেট হোক অথবা ফুটবল অথবা অন্য কোন খেলা। আর এসবের মতই বাতিল হয়েছে বিশ্বের সবথেকে দামি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল যার দিকে তাকিয়ে থাকেন দেশ তথা বিশ্বেত কোটি কোটি আইপিএল প্রেমী, তারা বারবার লিগ বাতিলের খবরে আশাহত হয়ে পড়ছিলেন। তবে এবার তাদের জন্য সুখবর দিলেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পাটেল।

তিনি জানিয়েছেন সেপ্টেম্বর মাসেই আইপিএল আয়োজিত হবে। তবে এবার আইপিএল আয়োজিত হবে দেশের বাইরে আমিরশাহীতে। ১৯শে সেপ্টেম্বর থেকে এবারের আইপিএল আয়োজিত হতে চলেছে। আর তা চলবে ৮ই নভেম্বর পর্যন্ত। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছর পিছিয়ে যাওয়ার পরেই আইপিএলের আয়োজন নিয়ে জোরালো সম্ভাবনা তৈরি হয়। আর সেই সম্ভাবনাই শেষমেশ বাস্তবায়িত হলো।

সেপ্টেম্বর মাসে আইপিএলের আয়োজন নিয়ে ইতিমধ্যেই আট ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের তরফ থেকে লিগ শুরু হওয়ার বিষয়ে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত খেলার সূচি নির্ধারিত হয়নি বলেও জানা গেছে। আগামী সপ্তাহে বোর্ডের তরফ থেকে চূড়ান্ত বৈঠক করে সূচি নির্ধারণ করা হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে আইপিএল শুরু হলেও প্রায় মাসখানেক আগে থেকে আমিরশাহীতে পৌঁছে যাবে প্রতিটি দল। সেখানেই তারা প্রতিযোগিতার অনুশীলন শুরু করবে। পাশাপাশি বোর্ডের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে, করোনা প্রকোপের কারণে টুর্ণামেন্টে কোনরকম কাটছাঁট করা হবে না। মোট ৬০টি ম্যাচই হবে। ম্যাচ গুলি হবে দুবাই, শারজা ও আবু ধাবিতে।