Unlimited 5G Rules Changed: বদলে গেল নিয়ম, এবার Unlimited 5G পেতে কী করতে হবে জিও ও এয়ারটেল গ্রাহকদের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রথম টেলিকম সংস্থা হিসেবে জিও 5G পরিষেবা লঞ্চ করেছিল ২০২২ সালের অক্টোবর মাসে। এরপর ধীরে ধীরে তারা দেশের বিভিন্ন প্রান্তে 5G পরিষেবা পৌঁছে দেয়। জিওর পাশাপাশি প্রতিযোগিতার বাজারে এয়ারটেলও তড়িঘড়ি 5G পরিষেবা লঞ্চ করে। জিওর মত airtel-ও দেশের বিভিন্ন প্রান্তে দ্রুততার সঙ্গে 5G নেটওয়ার্ক পৌঁছে দেয়।

জিও এবং এয়ারটেল দুই শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা দেশে 5G পরিষেবা লঞ্চ করে দিলেও মজার ব্যাপার হলো, এখনো পর্যন্ত তারা আলাদা করে 5G পরিষেবার জন্য কোন প্ল্যান লঞ্চ করেনি। উপরন্তু নির্দিষ্ট সীমার উপরে 4G রিচার্জ করলেই গ্রাহকরা আনলিমিটেড 5G উপভোগ করতে পারছিলেন। জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত এমন পরিষেবা বজায় ছিল। তবে ৩ তারিখ থেকে সেই পরিষেবায় বদল (Unlimited 5G Rules Changed) এসেছে আর এখন গ্রাহকদের Unlimited 5G-র আনন্দ নিতে হলে নির্দিষ্ট করে দেওয়া কিছু রিচার্জ প্ল্যানই রিচার্জ করতে হবে।

Jio Unlimited 5G : বর্তমানে জিও তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে ১২.৫ থেকে ২৫ শতাংশ। রিচার্জ প্ল্যানের দাম বিপুল পরিমাণে বৃদ্ধি করার পাশাপাশি বদল এনেছে 5G পরিষেবার আনন্দ উপভোগ করার ক্ষেত্রেও। নতুন নিয়ম অনুযায়ী এখন যদি জিও গ্রাহকরা Unlimited 5G-র আনন্দ উপভোগ করতে চান তাহলে তাদের কমকরে প্রতিদিন 2Gb ডেটার যেকোনো রিচার্জ প্ল্যান রিচার্জ করতে হবে। বর্তমানে জিও যে সকল রিচার্জ প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5g পরিষেবা দিচ্ছে সেই সকল রিচার্জ প্ল্যানগুলি হল ৩৪৯, ৬২৯, ৭১৯, ৭৪৯, ৮৫৯, ৮৯৯, ৯৯৯, ১০২৮, ১০২৯, ১২৯৯, ৩৯৯, ৩৫৯৯, ৩৯৯৯ টাকা। জিওর আনলিমিটেড 5g ব্যবহার করার ন্যূনতম প্ল্যান হল ৩৪৯ টাকা।

আরও পড়ুন 👉 BSNL Amarnath Special Sim Card: দাম বাড়িয়েছে Jio, Airtel, Vi! ঠিক সেই সময় ১৯৬ টাকায় নতুন উপহার দিল BSNL

Airtel Unlimited 5G : জিওর মত airtel এর তরফ থেকেও তাদের গ্রাহকদের আনলিমিটেড 5G পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে নিয়মে বদল আনা হয়েছে। জিওর থেকে এয়ারটেল-এর আনলিমিটেড 5G ব্যবহার করার খরচ বেশ কিছুটা বেশি। কারণ তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার আনলিমিটেড 5G ব্যবহার করতে হলে গ্রাহকদের ন্যূনতম ৩৭৯ টাকার রিচার্জ করতে হবে।

৩৭৯ টাকা ছাড়াও অন্যান্য যে সকল রিচার্জ প্ল্যান রিচার্জ করলে এয়ারটেল গ্রাহকরা Unlimited 5G পরিষেবা উপভোগ করতে পারবেন সেগুলি হল ৫৪৯, ৩৯৯৯, ১০২৯, ১৭৯৮, ৪৪৯, ৪২৯, ১১৯৯ টাকা। এয়ারটেলের ওয়েবসাইট থেকে এই সকল তথ্য পাওয়া গিয়েছে।