তেলা মাথায় তেল দিচ্ছে Jio! এই সকল গ্রাহকরা বিনামূল্যে ২৩৯৪ টাকার প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে এখন ভারতে যার নাম তারা হলো জিও (Jio)। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থা প্রতিনিয়ত গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে গ্রাহকদের মন জয় করে চলেছে। শুধু নতুন নতুন অফার নয়, এর পাশাপাশি প্রতিনিয়ত গ্রাহকদের নতুন নতুন প্রযুক্তি উপহার দেওয়ার হলেও এই টেলিকম সংস্থার প্রতি ঝুঁকছেন দেশের অধিকাংশ গ্রাহকরা। ঠিক সেই রকমই সংস্থার তরফ থেকে সম্প্রতি এমন একটি অফার ঘোষণা করা হয়েছে যাতে গ্রাহকরা মালামাল হয়ে যাবেন।

সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য এবার ২৩৪৯ টাকার প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অফার দেওয়া হচ্ছে ৬ মাসের জন্য। সংস্থার ঘোষণা অনুযায়ী ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে গ্রাহকদের। এই ৩৯৯ টাকা রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেয়ে থাকেন। এছাড়াও রয়েছে আরও একাধিক সুবিধা।

৩৯৯ টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়ার পাশাপাশি পাওয়া যায় প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। এর পাশাপাশি রয়েছে JioCinema, JioTV এবং JioCloud-এর মতো একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুবিধা। সুতরাং সংস্থার তরফ থেকে এই যে অফার দেওয়া হচ্ছে তা গ্রাহকদের মালামাল করে দেওয়ার মত।

তবে এই অফার সবার জন্য নয়। এই অফার দেওয়া হচ্ছে সেই সকল গ্রাহকদের যারা iPhone 15 কিনেছেন বা কিনবেন। আবার শুধু iPhone 15 কিনলেই হবে না, এর সঙ্গে বেশ কিছু শর্তও রাখা হয়েছে। তবে মুকেশ আম্বানির সংস্থার এমন অফার দেখে দেশের সাধারণ মানুষেরা শুধু একটাই কথা বলছেন, তাহলো ‘তেলা মাথায় তেল দিচ্ছে জিও’। কেননা যার iPhone 15 কেনার ক্ষমতা রয়েছে তার কাছে এই অফার কোন কিছুই নয়।

iPhone 15 ক্রেতাদের সেই সকল ক্রেতারাই এই অফার পাবেন যারা রিলায়েন্স স্টোর থেকে নতুন ফোনটি কিনবেন। অফলাইন হোক অথবা অনলাইন, যেকোনো জায়গা থেকে এই ফোনটি কিনলেই এমন অফারটি পাওয়া যাবে। এক্ষেত্রে গ্রাহকরা রিলায়েন্স রিটেল স্টোর, রিলায়েন্স ডিজিটেল অনলাইন অথবা জিওমার্ট থেকেও ফোনটি কিনতে পারেন। iPhone 15 কেনার পর যে সকল গ্রাহকরা এই অফারের জন্য বিবেচিত হবেন তাদের কাছে এসএমএস অথবা ইমেইল চলে আসবে। তবে এই অফার iPhone 15 সিরিজের অন্যান্য ডিভাইসের জন্য নয় বলে জানা গিয়েছে।