Quitting Tea And Cigarettes: সিগারেট-চা, এই দুটি জিনিষ ছাড়লেই সঞ্চয় হবে কোটি কোটি! দেখে নিন হিসেব-নিকেশ

Just give up tea and cigarettes save a huge amount of money: মানুষের বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও তার সঠিক উপায় আদৌ জানা নেই। প্রত্যেকটি মানুষের নিজের ভবিষ্যতকে সুরক্ষিত করার জন্য বিনিয়োগ এবং সঞ্চয় করা উচিত। কিন্তু কিভাবে করবেন আসুন জেনে নিই আজকের প্রতিবেদন থেকে। কোনো ব্যক্তি যদি ধূমপান না করে কিংবা চা পান না করে, তাহলে অবসরের সময় ১ কোটি টাকার বেশি সঞ্চয় করতে পারেন (Quitting Tea And Cigarettes)। বিখ্যাত অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার সিইও রাধিকা গুপ্তা দাবি করেছেন, ভারতে প্রায় ২০ কোটি OTT গ্রাহক রয়েছে। যার জন্য মাসে খরচ হয় ১৫০ থেকে ২০০ টাকা। আবার পাশাপাশি মিউচুয়াল ফান্ডে ১০০ টাকা বিনিয়োগ করতে তাদের খুব সমস্যা হয়।

জানেন কি কোনো ব্যক্তি চা এবং সিগারেটের পিছনে দৈনিক খরচ যদি ১০০ টাকা হয়, তাহলে এই দুই নেশার পিছনে তার মাসে খরচ প্রায় ৩০০০ টাকা। আর্থিক বিশ্লেষক সন্দীপ জৈন কি বলেছেন এই বিষয়ে? আপনার যদি এই দুই ধরনের নেশা থাকে তাহলে আপনি এখন থেকে প্রতিদিনের সিগারেট এবং চায়ের জন্য খরচ করা টাকা সঞ্চয় করুন (Quitting Tea And Cigarettes)। ওই টাকা যদি বিনিয়োগ করেন অবসরের সময় অথবা ৩০ বছর পর ১ কোটি টাকার বেশি মূল্যের একটি তহবিল তৈরি করবে পারবেন আপনি।

তিনি আরো জানিয়েছেন যে, কোনো ব্যক্তি যদি ৩০ বছর বয়সে চাকরি করা শুরু করে তাহলে সে অনায়াসে প্রতি মাসে ৩০০০ টাকার একটি এসআইপি শুরু করতে পারে। সেই ব্যক্তি পরবর্তী সময়ে অর্থাৎ ৩০ বছরে মোট ১০.৮০ লক্ষ টাকা বিনিয়োগ করবেন। এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যা ইক্যুইটিতে বিনিয়োগ করে, তাদের গড় দীর্ঘমেয়াদী রিটার্নের পরিমাণ ১২ শতাংশ। এইভাবে সঞ্চয় করলে (Quitting Tea And Cigarettes) অবসর গ্রহণের পর ওই ১০.৮০ লক্ষ টাকা বেড়ে ১,০৫,৮৯,৭৪১ টাকা হবে। এই সময়কালে ৯৫,০৯,৭৪১ টাকা শুধুমাত্র সুদ হিসাবে পাওয়া যাবে।

আরও পড়ুন 👉 স্বল্প সঞ্চয়ের সুদের হার বাড়িয়ে দিল কেন্দ্র! দেখে নিন এখন কত পাবেন

আপনারা কি জানেন বাজারে বহু ফান্ড স্কিম রয়েছে, যা আপনাকে ২০ বছরের মেয়াদে ১২ শতাংশের বেশি রিটার্ন দেবে। ধরুন আপনি যদি আদিত্য বিড়লা ওয়েলথ অ্যাস্পায়ার ফান্ড এ দশ বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগ করতে পারেন ১৯.২০ শতাংশ রিটার্ন পাবেন। এছাড়া, বাজাজ আলিয়ান্স স্মার্ট ওয়েলথ গোল দশ বছরেরও বেশি মেয়াদে বিনিয়োগে করবেন এবং ১৭.৯০ শতাংশ বার্ষিক রিটার্ন পাবেন।

পাশাপশি এইচডিএফসি লাইফ কিন্তু সম্পূর্ণ নিবেশে অর্থ বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদে প্রতি বছর ১৭.৭০ শতাংশ করে রিটার্ন পাবেন। আরো একটি ফান্ড যেমন ম্যাক্স লাইফ অনলাইন সেভিংস দশ বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগে আপনি পেয়ে যাবেন ১৬.৯০ শতাংশ রিটার্ন। ভারতী অ্যাক্সা লাইফ ওয়েলথ প্রো দশ বছরেরও বেশি সময়ে লগ্নিতে ১৬.৬০ শতাংশ গড়ে রিটার্ন দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে চা এবং সিগারেটের নেশা ছাড়তে পারলে (Quitting Tea And Cigarettes) আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে।