কেমন সাজানো গোছানো হচ্ছে ভুবন বাদ্যকরের অন্দর মহল, রইলো Exclusive ভিডিও

লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের খ্যাতি এখন ভুবন ভরা। এক সময় গ্রামে গ্রামে কাঁচা বাদাম ফেরি করে বেড়ালেও বর্তমানে তাঁর কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর তিনি এই খ্যাতি অর্জন করেছেন।

খ্যাতি অর্জন করার পর ভুবন বাদ্যকর বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তার এই কাঁচা বাদাম গান গেয়েছেন এবং গাইছেন। এ ছাড়াও একাধিক রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন নানান আর্থিক পুরস্কার। আর এই সকল আর্থিক পুরস্কার দিয়েই তিনি তার শখ পূরণ করছেন।

নিজের শখ পূরণ করতে গিয়ে প্রথম তিনি একটি চারচাকা গাড়ি কিনেছিলেন। যদিও সেই চারচাকা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে সেই গাড়ি তিনি বিক্রি করে দেন। আর এখন এই ভাইরাল বাদাম বিক্রেতা তৈরি করছেন নিজের মন মত একটি একতলা পাকা বাড়ি। পাকা বাড়িটি একেবারে ঝাঁ-চকচকে ভাবে সাজানোর কাজ চলছে।

তার পাকা বাড়ির ডেকোরেশন করার জন্য কারিগর এসেছে কলকাতা থেকে। বাড়িতে থাকা দুটি রুম এবং একটি বারান্দা প্লাই ও অ্যালুমিনিয়াম দিয়ে রাজকীয় ভাবে সাজানোর কাজ চলছে। এছাড়াও চলছে আলোকসজ্জার কাজ। তিনি যেভাবে তার বাড়িটিকে সাজিয়ে তুলছেন তাতে তার ইতিমধ্যেই ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। আরও কয়েক লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি।

তবে নিজের শখ পূরণের জন্য এই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন তা প্রশংসনীয়। তার বাড়ির অন্দরমহলে প্রবেশ করে দেখতে পাই সিঁড়ি থেকে সমস্ত কিছু টাইলস অথবা মার্বেল দিয়ে সাজানো হচ্ছে। অজপাড়া গ্রামে ভুবন বাদ্যকর যেভাবে খড়ের চালা বাড়ি থেকে এই রাজকীয় বাড়ি তৈরি করছেন তা দেখে প্রতিবেশীরাও অবাক।